জয়পুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ কাণ্ডে মৃত ১ মৃতের নাম কুবির আলি শেখ ওরফে পাহাড়ি। গুরুতর আহত অবস্থায় ঐ ব্যক্তি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাকে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এই খবরে এলাকা থম থমে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ঐ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে খেলাফত খান, শওকত খান ও সৈয়দ আলি বায়েন নামে তিন জনকে পুলিশ গ্রেফতার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে তুলেছে। সব মিলিয়ে এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো পাঁচ জন।
জয়পুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ কাণ্ডে মৃত ১ মৃতের নাম কুবির আলি শেখ ওরফে পাহাড়ি
আসাউদ্দিন ওয়েইসির গাড়ি লক্ষ্য করে গুলি ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ
More News – দিল্লীর রাজপথে রাজ্য সরকারের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো প্রদর্শনী প্রকাশ করার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কে চিঠি দিয়ে জানালেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী
মেহেবুব মাসুমের , মুর্শিদাবাদ:- ফের কেন্দ্রের বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ২৬ জানুয়ারি রাজ্য সরকারের তরফে পাঠানো ট্যাবলো বাতিল করে দিল কেন্দ্র। রাজ্য এবারে নেতাজির ঐতিহ্যকে নিয়ে ট্যাবলো পাঠাবে বলে প্রস্তাব দিয়েছিল কেন্দ্রকে, কিন্তু তা বাতিল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ফলে দ্বিতীয়বার বছর প্রজাতন্ত্র দিবসে থাকছে না বাংলার কোনও ট্যাবলো। বাংলার ট্যাবলোয় এবার থিম ছিল ‘ নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’। এবার নেতাজি সুভাসচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। যা বিবেচনা করেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রজাতন্ত্র দিবসের জাতীয় প্যারেডে ‘নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’ ভাবনা তুলে ধরার চেষ্টা হয়। ট্যাবলোয় শোভা পেত নেতাজির জাতীয় পতাকা উত্তোলন, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, আজাদ হিন্দ বাহিনীতে তাঁর নানা মুহূর্তের ছবি। এছাড়া বাজাতো ‘কদম কদম বাড়ায়ে যা’ গান। Continue Reading