Wednesday, December 4, 2024
- Advertisement -

টানা দু’দিন বৃষ্টির ফলে উত্তরবঙ্গের ভারী বর্ষণ ও বন্যা আকার ধারণ করছে

- Advertisement -

প্রতিনিধি সুকুমার বিশ্বাস জলপাইগুড়ি :- নিম্নচাপের ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় টানা দুই দিন বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জলমগ্ন, উত্তরবঙ্গের নদী গুলির মধ্য তিস্তা, জলঢাকা, অতি ভারী বৃষ্টির ফলে নদীতে জল ভরাট হয়ে বিভিন্ন গ্রাম অঞ্চলে ঢুকেছে, সবচেয়ে ভয়াবহ জলমগ্ন হয়ে আকার ধারণ করছে তিস্তা, এবং তিস্তা নদীকে বলা হয় তাসের ঘর, যা এক মুহূর্তের মধ্যেই জলমগ্ন হয়ে বড় বন্যা আকার ধারণ করতে পারে এবং প্রচুর ঘরবাড়ি এক মুহূর্তের মধ্যেই ভেসে যেতে পারে বলেই, তিস্তা নদীকে তাসের ঘর বলা হয়। তিস্তার জলে বাঁধ ভেঙে ময়নাগুড়ির দমোনী অঞ্চলের বাঁশের সুভা, চাত্রার পাড়, জলমগ্ন অবস্থায় অনেক বাড়িঘর জলে ভাসে, এছাড়াও বার্নিশ, দমোহানী মরিচবাড়ি, বাকালি, পদমতি অঞ্চলে তিস্তার জলে ভাসে বাড়িঘর, অনেকেই উঁচু জায়গায় বা স্কুল ঘরে আশ্রয় নিয়েছে, এবং কৃষকের প্রচুর ফসল নষ্ট হয়ে গেছে জলের স্রোতে। তিস্তা নদী বিস্তীর্ণ এলাকায় যে সমস্ত বাড়িঘর রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে, ময়নাগুড়ি ব্লকের বিধায়ক কৌশিক রায় তিস্তা নদীর জল বেড়ে যাওয়ায় ফলে বন্যা হয়েছে তা খতিয়ে দেখতে পরিদর্শন করছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments