নিজস্ব সংবাদদাতা ছাতনা :-
কলতলায় জল নেওয়া কে কেন্দ্র করে বচসার জেরে মারধরের অভিযোগ। পরে হাসপাতালে মৃত্যু পৌড়ার। ছাতনার সালডিয়ার এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ধৃতের নাম পারুল ধীবর বয়স ৫৭ বছর। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গ্রামেরই এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে ধৃতদের নাম সুখময় দুবে ও প্রতিমা দুবে,
তাদের বাড়ি সালডিয়া এলাকাতেই। আরো জানা গিয়েছে গত মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সালডিয়া গ্রামে টাইম কল থেকে জল নেওয়া কে কেন্দ্র করে পারুল দেবীর সঙ্গে প্রতিবেশী ওই দম্পতির বচসা বাধে। পারুলের স্বামী অনিল ধীবরের অভিযোগ কে আগে জল নেবে এই নিয়ে যে বচসা বাঁধে সেই সময় আমার স্ত্রীর উপর মারধর করা হয় এবং আমার স্ত্রীর উপর লাঠি দিয়ে মাথায় আঘাত করে তার জেরে তিনি সেখানে লুটিয়ে পড়েন এবং গুরুতর যখন অবস্থায় প্রথমে তাকে ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালে আনা হয়। পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আনা হয়। গত রবিবার সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সোমবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের মর্গে ওই মৃতদেহের ময়না তদন্ত হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর ধ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্ধা নিয়ে গ্ৰেফতার করা হয়েছে। আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক একদিনের পুলিশ কাষ্টরীর নির্দেশ দিয়েছেন। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন কাল মঙ্গলবার ওই অভিযুক্ত দম্পতিকে ওই এলাকায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে।