Wednesday, December 4, 2024
- Advertisement -

টিকাকরণের প্রক্রিয়া আজ থেকে মানিকচকে শুরু হল ১৫ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের।

- Advertisement -

পার্থ ঝা, মানিকচক মালদা :- বহু প্রতীক্ষার পর অবশেষে শুরু হল ১৫ থেকে ১৮ বছরের ছেলে মেয়েদের টিকাকরণ প্রক্রিয়া।সোমবার, থেকে দেশ জুড়ে শুরু হল স্কুলের পড়ুয়াদের প্রথম ধাপের টিকাকরণ। মালদা মানিকচক ব্লকের অন্তর্গত এনাতপুর ই.এ উচ্চ বিদ্যালয়ের ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের টিকা দেওয়া হয়। পাশাপাশি করোনা নিয়ে সচেতনা মূলক বার্তা দেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও জয় আমেদ। এনাতপুর ই.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ মানিকচক গ্রামীণ হাসপাতালে অভিজ্ঞ টিকাকর্মী সহ মানিকচক পুলিশ প্রশাসন। স্কুল পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। এবিষয়ে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা জানান,আজ মানিকচক এনাতপুর ই.এ উচ্চ বিদ্যালয় থেকে পড়ুয়াদের টিকা করণ করা হল। আগামী দিনে বিভিন্ন স্কুল গুলি এই টিকাকরণ চলবে। শিক্ষক পড়ুয়ারা এগিয়ে আসছে। সুষ্টভাবে চলছে টিকাকরণের প্রক্রিয়া ।

More News- স্থগিত মালদা জেলা ৩৩ তম বই মেলা

নারায়ণ সরকার, মালদা :- স্থগিত মালদা জেলা ৩৩ তম বই মেলা, জানালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোমবার বিকেল তিনটে নাগাদ মালদা যুব আবাস ময়দানে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। করোনার কথা মাথায় রেখে স্থগিত করা হয়েছে সেই উদ্বোধন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, বই মেলা মানেই হৈ-হুল্লোড় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচুর মানুষের সমাগম। তাই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্থগিত রাখা হয়েছে মালদা বইমেলা উদ্বোধন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কোভিড সিচুয়েশন দেখে বই মেলা উদ্বোধনে ভাবনা চিন্তা করা হবে। আপাতত খোলা হবে না কোন প্যান্ডেল।

টিকাকরণের প্রক্রিয়া আজ থেকে মানিকচকে শুরু হল ১৫ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের।

সব খবর এক সাথে

More News- বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের

নারায়ণ সরকার, মালদা :- বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে মালদাতে শুরু হলো 15 থেকে 18 বয়সি ছাত্র-ছাত্রীদের করোনা টিকা করন কর্মসূচি। সারা রাজ্যের পাশাপাশি মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরেও চলছে করোনা টিকা করন। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক পরে করনা মোকাবেলার সমস্ত বিধি-নিষেধ মেনে চলছে টিকাকরণ কর্মসূচি।

More News- একদিকে সচেতনতামূলক প্রচার অভিযান অন্যদিকে ব্যাপক ধরপাকড়

নদীয়া, শান্তিপুর :-একদিকে সচেতনতামূলক প্রচার অভিযান অন্যদিকে ব্যাপক ধরপাকড় শান্তিপুর থানার পুলিশের। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে করা বিধি নিষেধ, সেই মতই তৎপর শান্তিপুর থানার পুলিশ। সকাল থেকে শান্তিপুরের বিভিন্ন এলাকায় শান্তিপুর থানার পক্ষ থেকে চলছে সচেতনতা প্রচার। অন্যদিকে মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই পড়তে হচ্ছে পুলিশি প্রশ্নের মুখে। সকাল থেকেই শান্তিপুর শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চলছে পুলিশি করা নজরদারি এছাড়াও করা হচ্ছে ব্যাপক ধরপাকড়। পুলিশ সূত্রে জানা যায় এখনও পর্যন্ত প্রায় 15 জন ব্যক্তিকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষ যেন সচেতন হয় সেই দিকে লক্ষ্য করেই শান্তিপুর থানার পুলিশের পক্ষ থেকে গোটা শান্তিপুর শহর এবং ব্লকে করা হচ্ছে সচেতনতা প্রচার অভিযান। তবে আজ থেকে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত এই ভাবেই চলবে প্রতিদিনই পুলিশি করা নজরদারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments