Wednesday, December 4, 2024
- Advertisement -

ট্যাবের টাকা হাঁতানোর ছক বাঁকুড়ার মগরা হাইস্কুলে

- Advertisement -

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া:- বড়সড় প্রতারণার হাত থেকে বাঁচলো বাঁকুড়ার মগরা হাই স্কুল। উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে ট্যাব কেনার জন্য নিজেদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাই দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ।

প্রসঙ্গত বাংলার শিক্ষা- ই পোর্টালে ভুয়ো নাম ঢুকিয়ে ট্যাবের টাকা হাতানোর ছক কসেছিল দুজন প্রতারক। অর্থাৎ হ্যাকারের খপ্পরে পরলো ওই স্কুল। এই ঘটনায় নজরে আসে স্কুল কতৃপক্ষের কাছে।

 

১০,০০০ টাকা পাওয়ার আবেদনের শেষ তারিখ ছিল গত ৩১ জুলাই, যথারীতি ৩০ তারিখ মগরা স্কুলের ৯৭জন শিক্ষার্থীদের সকলের তথ্য পোর্টালে আপলোড করা হয় এবং পোর্টাল লগ আউট করা হয়, ৩১ তারিখ রবিবার থাকার কারণে ১ তারিখ পুনরায় পোর্টাল খুললেই ৯৭ জন পড়ুয়া থেকে ৯৯ জন হয়ে যায়।

 

বাড়তি ৯৮ এবং ৯৯ সংখ্যা দুই ছিল একটি ছেলে একটি মেয়ে। ওই দুইজনের সমস্ত তথ্য অর্থাৎ নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আই এফ এস সি নম্বর দেওয়া ছিল কিন্তু ওই নামে কোনো ছাত্র ছাত্রীর নাম স্কুলে নথিভুক্ত না থাকায় প্রধান শিক্ষকের সন্দেহ আরো তীব্র হয়ে ওঠে এবং বুঝতে পারেন তাদের স্কুলের পোর্টাল হ্যাক করা হয়েছে ও দ্রুত পাসওয়ার্ড বদলে দেওয়া হয়।

 

স্কুলের প্রধান শিক্ষক মুকেশ পাত্র জানান “স্কুলের ৯৭ জন ছাত্র ছাত্রীর নাম ই-পোর্টালে আপলোড করা হয়েছিল। কিন্তু সোমবার পোর্টাল খুললে দেখা যায় পড়ুুয়ার সংখ্যা 97 থেকে 99 হয়ে গিয়েছে। তিনি আরো জানান এ বিষয়ে শিক্ষা দপ্তরে ঘটনার তদন্ত চেয়ে অভিযোগ জানিয়েছি। পাশাপাশি আমাদের পোর্টাল হ্যাক করা হয়েছে বুঝতে পেরে সাইবার ক্রাইম থানায় ঘটনা জানিয়েছি।” পাশাপাশি তিনি প্রত্যেকটি স্কুলকে সচেতন হওয়ার বিষয়েও জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments