বিশ্বজিৎ মন্ডল,মালদা :- ট্রাকের ধাক্কায় ভেঙে পড়লো বিদ্যুতিক খুঁটি সহ ট্রান্সফরমার। অল্পের জন্য রক্ষা পেলেন ড্রাইভার ও তার সহযোগী। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর তিনটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। কেউ হতাহত হয়নি বলে খবর।
স্থানীয় সূত্রে জানা যায় পোল্ট্রি মুরগির মল ভর্তি একটি ট্রাক ভালুকাগামী রাজ্য সড়ক ধরে মানিকচক থেকে তুলসী হাটার অভিমুখে যাচ্ছিল। রাস্তা কুয়াশাচ্ছন্ন থাকায় গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বিদ্যুতিক খুঁটিতে। ভেঙে পড়ে তিনটি বিদ্যুতিক খুঁটি ও ট্রান্সফর্মার। মাঝ রাস্তায় ছিরে পড়ে থাকে ১১ হাজার ভোল্টের তার। এর জেরে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পাওয়ার পর হরিশ্চন্দ্র পুর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে খুটি গুলি সরানোর ব্যবস্থা করেন বলে খবর।
ট্রাকের ধাক্কায় ভেঙে পড়লো বিদ্যুতিক খুঁটি, রক্ষা পেলেন ড্রাইভার
More News – জমি মাফিয়াদের হামলায় আক্রান্ত আশা কর্মী শাহানাজ পারভীন সহ তার দুই মেয়ে
মালদা :-নিজেদের জায়গা দখলের প্রতিবাদ করায় আশা কর্মী মহিলা সহ তার দুই কলেজ ছাত্রী মেয়েকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার পশ্চিম রুকুন্দি পুর এলাকায়। প্রতিবেশী দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম মা এবং কলেজ ছাত্রী দুই মেয়েকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী মীর আইয়ুব আলী, মীর একলাখ এবং মীর আজম সহ তার দল বলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসহায় আশা কর্মী মহিলা শাহানাজ পারভীন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুইজনকে আটক করেছে রতুয়া থানার পুলিশ। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। Continue Reading
More News – আজ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত সৈয়দ কুলুট গ্রামের ১২ ক্লাসের ছাত্রী সুইটি খাতুন নামে ১৭ বছরের এক কিশোরী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করে বলে জানা গিয়েছে
আইয়ুব আলী, ভরতপুর, মুর্শিদাবাদ :- জানা যায় সুইটি খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছিল। মেয়েটির বাবা লাইব শেখ দিন মজুর মা গৃহবধূ। অভাবের সংসার ঠিকমত ডাক্তার দেখাতে পারতেন না সুইটি খাতুনের পরিবার। তার মধ্যেই মেয়েকে নিয়ে কলকাতায় ডাক্তার দেখাতে যেতেন বাবা লাইব শেখ। পাড়া-পড়শীরা জানান মেয়েটি মানসিক ভারসাম্য হীন ছিলো। সোমবার সকালে মা মুদি খানার দোকানে যান সংসারের প্রয়োজনীয় জিনিস আনতে। Continue Reading