নারায়ণ সরকার, মালদা, ২০ মে:- নিউ জলপাইগুড়ি শিয়ালদা স্পেশাল আপ ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের ফলে মালদা টাউন স্টেশনে প্রায় দেড় ঘণ্টা আটকে গেল। এই নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে ট্রেনটি আসার পর ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ দেখা যায়। পাশাপাশি ট্রেনটিকে ৬ নম্বর প্লাটফর্মে থামাতেই সেখানে সেই প্লাটফর্মে কোন খাবার দোকান এমনকি জলের দোকান না থাকার ফলে যাত্রীদের চরম হয়রানির শিকার হতে। এই নিয়ে রেল কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন যাত্রীরা। অবশেষে ইঞ্জিনের খুলে আরেকটি ইঞ্জিন লাগানোর পর তার পর ট্রেনটি এনজিপির উদ্দেশ্যে রওনা দেয়। রেল যাত্রী রবি কুমার শাহ জানান, ট্রেনটির ইঞ্জিন প্রথমে নৈহাটিতে ২ ঘন্টা হয়ে সেটা ঠিক করা হয়। শুক্রবার সকালে মালদা টাউন স্টেশনে আসার পরে আবার ট্রেনটির ইঞ্জিন খারাপ হয়ে যায় সেখানে প্রায় দেড় ঘণ্টা পর ইঞ্জিন লাগানো হয়। এই নিয়ে যাত্রীদের মধ্যে রেল পরিষেবা নিয়ে আবার প্রশ্ন উঠেছে।
ট্রেনের ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কারণে, প্রায় ঘন্টা দুয়েক হয়রানির শিকার যাত্রীরা।
MORE NEWS – Purba Medinipur পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি কে হবে, তা নিয়ে জলঘোলা।
চয়ন দাস, পূর্ব মেদিনীপুর:- আগামী পঞ্চায়েত নির্বাচনের বাকি এক বছর। তার আগেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত বুধবার মারা গিয়েছেন পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার সভাধিপতি দেবব্রত দাস। সভাধিপতি’র খালি পদ কে নিবে তাই নিয়ে চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। প্রয়াত দেবব্রত বাবু গত এক বছরের বেশি সময় থেকেই ক্যান্সার রোগে ছিলেন আক্রান্ত। গুরুতর অসুস্থ হওয়ায় গত বুধবার তমলুক জেলা হাসপাতালে অ্যাডমিট করালে, হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জেলায় শোক নেমেছে ঘটনাকে কেন্দ্র করে। কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তথা এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি’র পছন্দের মানুষ ও আছেন সভাধিপতি হওয়ার জন্য। CONTINUE READING
MORE NEWS – Bankura Indopur বজ্রপাতের জেরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার ইন্দপুরে।
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- বজ্রপাতের জেরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বাঁকুড়ার ইন্দপুরে (Bankura Indopur)। বৃহস্পতিবার বিকেলে ঐ এলাকার গৌউরবাজার গ্রাম পঞ্চায়েতের সীতাপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে কালবৈশাখীর জেরে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড়বৃষ্টি হয়। আর তার মাঝেই ঐ গ্রামের জনৈক শেখ কবির নামে এক জনের বাড়িতে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে। CONTINUE READING