মেহেবুব মাসুম :- রেল লাইনের ধারে বসে গল্প করায় ট্রেনের ধাক্কায় গেল প্রাণ দুটি তরতাজা প্রাণ। বুধবার রাত্রে দুই বন্ধু রেল লাইনের ধারে বসে গল্প করছিল আর ঠিক সেই সময় ৯টা ৪০শের আপ ভারীরথী এক্সপ্রেস চলে আসে। ট্রেন রেজিনগর থেকে বেলডাঙা স্টেশন ঢোকার মুখে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সানিজুল শেখ নামে ৩৪ বছরের এক ব্যক্তির। অপরজন লালটু শেখকে আহত অবস্থায় বেলডাঙ্গা প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে তাকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসাপাতালে রেফার করা হয়। যদিও সেখানে তারও মৃত্যু হয়। পুলিশ দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। উভয়েরই বাড়ি বেলডাঙা থানার সরুলিয়া গ্রামে বলে জানা গিয়েছে। দুই বন্ধুর মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ট্রেনের ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো দুই যুবকের
আবারো বাঁকুড়ার জঙ্গলে হাতির আগমনে রীতিমতো আতঙ্কিত জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ
More News- জঙ্গিপুরে বিড়ি শ্রমিক দের জন্য নতুন হাসপাতাল তৈরীর নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মেহেবুব মাসুম :- মুর্শিদাবাদ জেলায় গত বুধবার প্রশাসনিক কর্মকর্তা দের নিয়ে বৈঠক করেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ দিন বিড়ি শিল্প বাঁচাতে সংশ্লিষ্ট মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসতে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিড়ি শ্রমিকদের জন্য জঙ্গিপুরে নতুন একটি E S I হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও বুধবার দেন তিনি। কিন্তু এর আগেও শীত কালীন অধিবেশনে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এই বিড়ি শ্রমিকদের জন্য E S I হাসপাতাল নির্মাণের কোথাও তিনি সংসদে বলেন। এদিন আবারও বহরমপুর রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়ে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এর প্রস্তাবে বিড়ি শিল্প ও শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরেন। Continue Reading