Monday, January 13, 2025
- Advertisement -

ডাম্পারের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

- Advertisement -

চয়ন দাস, পূর্ব মেদিনীপুর :- আজ ভোরসকালে দীঘামোড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দীঘা মোড় থেকে হাসপাতাল যাওয়ার রাস্তায় ঘটে এই ঘটনা। একটা প্রাইভেট গাড়ি রাস্তার এক পাশে ছিল দাড়িয়ে। গাড়ির মালিক ও গাড়ির কাছে দাঁড়িয়ে ছিলেন।স্থানীয় সূত্রর খবর, গাড়ির মালিকের নাম হলো অসীম জানা। তৎক্ষণাৎ এক বালি বোঝাই করা ডাম্পার এসে অসীম বাবুর গাড়িকে ধাক্কা মারে। অসীম জানা ছিলেন এগরা পৌরসভার ২ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। মুখোমুখি সংঘর্ষের ফলে অসীম বাবুর গাড়ি ভেঙে চুরমার হয়ে যায় ও অসীম বাবু নিহত হন। তৎক্ষণাৎ ডাম্পারের চালক চম্পক হয়ে যায়, কিন্তু গাড়ির খালাসী কে ধরে ফেলে স্থানীয়রা।

ডাম্পারের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এগরা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। মৃত অসীম জানা কে উদ্ধার করেন। মৃত দেহকে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।

ডাম্পারের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কান্দিতে পুরনো বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতীর বিরূদ্ধে।

Election campaign প্রচারে বেরিয়ে বিরোধী প্রার্থীর বাড়িতে গেলেন তৃণমূল প্রার্থী হাসিবুর রহমান

মরণোত্তর চক্ষুদান ও দেহদান সংগ্রহের সচেতনা শিবির ও প্রচার অভিযান

More News -বিজেপির সাংগঠনিক সভায় গোষ্ঠীদ্বন্দ্ব,সাংসদকে ঘিরে ক্ষোভ প্রকাশ দলের কর্মীদের ।

বিশ্বজিৎ মন্ডল, মালদা :- বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট।দলকে চাঙ্গা করতে বিজেপি সাংসদের নেতৃত্বে বুধবার হরিশ্চন্দ্র পুরের ধর্মশালায় সাংগঠনিক সভার আয়োজন করা হয়। আর এদিন সাংগঠনিক সভায় এলাকার বি জে পি নেতৃত্বদের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন দলের নেতা-কর্মীরা। উত্তর মালদার বিজেপি সাংসদের সামনে ক্ষোভ দেখান দলের নিচু তলার নেতা-কর্মীরা। অভিযোগ দলের নিষ্ক্রিয় কর্মীদের উঁচু পদে রাখা হচ্ছে অথচ সক্রিয় কর্মীদের, কোন স্থান নেই। আর এর জেরে হরিশ্চন্দ্র পুর বি জে পি তে গোষ্ঠী কোন্দল সামনে এসে পড়ল। এ দিনের কর্মী সভায় বি জে পির বেশ কিছু কর্মী অভিযোগ করেন এলাকার বি জে পি নেতৃত্বদের মধ্যে অনেকেই তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। দলের কর্ম সূচি সম্পর্কে নিচু তলার কর্মীদের ওয়াকিবহাল করা হচ্ছে না। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments