বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:- আজ থেকে বুস্টার ডোজ দেওয়ার সুবিধা পাবেন ১৮ বছর বয়সী ও তার উর্দ্ধরা। এতদিন পর্যন্ত করোনা মোকাবিলায় প্রথমসারির যোদ্ধা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। আজ সকাল থেকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে বুস্টার ডোজ নিতে মানুষের ভিড় দেখা যায়। উপস্থিত ছিলেন ড: দেবাশিস রায় সি,এম,ও,এইচ ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ডেপুটি সুপারিনটেনডেন্ট সুপ্রিম সাহা,মহকুমা শাসক রঞ্জন ঘোষ, এস ডি আই সিও ব্রতী বিশ্বাস, ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সভাপতি কিংশুক ভট্টাচার্য সহ আরও অনেকে। ড: দেবাশিস রায় বলেন দিনের পর দিন বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তর করোনা টিকাকরণের উপরে বিশেষভাবে জোর দিচ্ছে। ১৮ বছর ও তার বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মেডিকেল কলেজে এসে পৌঁছেছে। সেই অনুযায়ী আজ প্রায় দুই শত বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া চলছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই টিকাকরণ কর্মসূচি চলবে। ডায়মন্ড হারবার প্রেস কর্নারের পক্ষ থেকে সম্পাদক নকিবুদ্দিন গাজী বুস্টার ডোজ নেওয়ার পর, এই উদ্যোগ কে সাস্থ্য দপ্তর ও রাজ্যের মুখ্যমন্ত্রী কে আন্তরিক অভিনন্দন জানান।