বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার আনন্দলোক ভবনে রায়নগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি র বিশেষ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো মাদকাসসক্তি ও ওষুধের অপব্যবহার নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও সচেতনতা শিবির এর আয়োজন। এদিন বিভিন্ন সমাজসেবক মূলক সচেতনতা শিবিরে এই মাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়টির উপর আলোচনা করেন পঞ্চগ্রাম গ্রামীন হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ আকবর হোসেন।
ডাঃ হোসেন তার কর্মশালার মাধ্যমে উপস্থিত সকলেই বিভিন্ন প্রকার মাদক দ্রব্যের ক্ষতিকারক দিক ও তার লক্ষণ, বৈশিষ্ট্য শারীরিক ক্ষতি কি ভাবে হয় সেই নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন। এমনকি মাদকতার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে তাও বর্ণনা করেন এবং কিভাবে সচেতন হলে প্রতিরোধ করা যায় তা নিয়ে তিনি উক্ত সভাতে তুলে ধরেন। এছাড়া যুব সম্প্রদায় ও ছাত্র – ছাত্রীদের এর মধ্যে বেশী করে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এছাড়াও উপস্তিত উক্ত সংস্থার কর্ণধার সহদেব পানুয়া বলেন আগামী দিনে রায়নগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি স্বাস্থ্য ক্ষেত্রে আরও জনকল্যাণ মূলক কাজ করতে বদ্ধপরিকর। এদিন অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সোমা মুখার্জী। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের একাউন্টট্যান্ট কপিল কুমার, তপব্রত নস্কর, সুমিত মাঝি, সমাজকর্মী কনক কান্তি ন্যায়বান, ডাঃ হাঃ কোর্ট এর আইনজীবী মোঃ আকরাম হোসেন, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক বরুন হালদার, বিশিষ্ট ফুটবলার নির্মলেন্দু চক্রবর্তী , ডায়মন্ড হারবার থানার অফিসার রামপ্রসাদ দেবনাথ, স্বাস্থ্যকর্মী যুথিকা পানুয়া সহ বিভিন্ন স্কুলের ছাত্র -ছাত্রী ও প্রায় শতাধিক সাধারণ মানুষ।
অনুষ্ঠানের শেষে ডাঃ আকবর হোসেন বলেন এই অভিনব উদ্যোগ আরও বেশী সমাজ সচেতনায় কাজে লাগবে। সমাজের সমস্ত শ্রেণীর মানুষ ও অভিভাবক দের এই সব সচেতন মূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার খুব দরকার, এবং সকলকে আহ্বান জানান তিনি। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপম প্রামানিক।