নিশীথ দাস,TV-20 বাংলা:- বৈশাখের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজ্যবাসী। প্রখর তাপে নাজেহাল অবস্থা তৈরি হয়েছে রাজ্যে। তাপমাত্রার পারদ ৪০/৪১ ডিগ্রির ছুঁই ছুঁই। শেষ একমাসে ছিটেফোঁটাও বৃষ্টি হয়নি রাজ্যের বেশির ভাগ জেলায়। সবথেকে খারাপ পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে। এমতাবস্থায় লক্ষ লক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার রাজ্যের আবহাওয়ার পরিস্থিতিতে কীভাবে পড়ুয়াদের সুস্থ রেখে উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনা করা সম্ভব, তা নিয়ে স্কুল শিক্ষা সচিব নবান্নে একটি বৈঠক করেন। সেই ভিতিতেই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের সর্তক করে চিঠি দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সোমবার। শিক্ষা সংসদের নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত ওআরএস-এর ব্যবস্থা করতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই যাতে পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুৎ থাকে, তা সুনিশ্চিত করতে হবে। কোনও ছাত্র-ছাত্রী যদি তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়েন পরীক্ষা কেন্দ্রে, সেই কথা মাথায় রেখে তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা রাখতে হবে। এই গোটা বিষয়ে নজর রাখতে জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
তাপপ্রবাহের জেরে অতিষ্ঠ জনজীবন উচ্চ মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা করলো শিক্ষা সংসদ।
MORE NEWS – বিদ্যালয়ে দেরিতে ঢোকার জন্য শিক্ষক-শিক্ষিকাদের আটকে বিক্ষোভ এলাকাবাসীর।
নদীয়া, মাধব দেবনাথ:- সামান্য দুটি ফ্যানের ইলেকট্রিক বিল দেওয়ার ঠেলাঠেলিতে, প্রাথমিক শিক্ষার্থীরা ফ্যানের হাওয়া পেলেও ব্রাত্য অঙ্গনারী শিক্ষার্থীরা, বিদ্যালয়ে দেরিতে ঢোকার জন্য শিক্ষক-শিক্ষিকাদের আটকে বিক্ষোভ এলাকাবাসীর। বই নিয়ে স্কুলে পড়াশোনা নয় চলছে হাওয়া খাওয়া। শান্তিপুর পৌরসভার দু নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত বাইগাছি প্রাথমিক বিদ্যালয়ে চলে 202 এবং 432 নাম্বার অঙ্গনওয়ারী সেন্টার। শতাধিক শিশু নিয়ে চলে এই সেন্টার। একই ঘরে সকালে চলে অঙ্গনওয়াড়ি দুপুরে প্রাথমিক বিভাগ। ক্লাসরুম গুলিতে পাখা লাগানো থাকলেও সেগুলি প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের জন্য । অঙ্গনারী শিশুরা লাইট পাখা থেকে বঞ্চিত দীর্ঘদিন। প্রতিবার গ্রীষ্মকালে একই সমস্যা হওয়ার কারণে, প্রায়শই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। অঙ্গনওয়াড়ি শিশুর অভিভাবকরা বারংবার বলেও সমস্যার সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে তারা আজ প্রাথমিক বিদ্যালয়ের গেটে ধরনা দিয়েছেন, ফ্যান চালানোর দাবিতে। CONTINUE READING
Birbhum বীরভূমের বোলপুর থেকে মাওবাদী যোগ সন্দেহে ধৃত দুই যুবককে তোলা হল খাতড়া মহকুমা আদালতে।