Saturday, December 7, 2024
- Advertisement -

তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ, রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন।

- Advertisement -

জলপাইগুড়ি, সুকুমার বিশ্বাস, টিভি ২০ বাংলা:-  ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত আমগুড়ি সোনার বাড়িতে শুরু হলো শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। আমগুড়ি সোনার বাড়ি স্বর্গীয় প্রাণবল্লভ বাসভবনে জৈষ্ঠ পুত্র রঞ্জিত কুমার সরকার এক শত আট শ্রীধাম সর্বানন্দ দাস মহারাজের কাছে দীক্ষিত হওয়ার পর, তার মনের বাসনা জাগে নিতাই গৌড় সেবা প্রদান করবার জন্য আপ্লুত হন। রঞ্জিত কুমার সরকার মহারাজের দীক্ষিত হওয়ার পর তিনি সংসার ধর্ম পালন না করে দীর্ঘ বাইশ বছর প্রসাদ ভূজি নিরামিষ আহার করে থাকে। সন্ন্যাস রঞ্জিত কুমার সরকার সারা বছর যে অর্থ সঞ্চয় করে থাকে এবং সকলের সহযোগিতায় গোবিন্দ সেবার জন্য সিধা কালেকশন করে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন করেন। তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ চতুর্থ বর্ষ পর্দাপন করলো। চার দিন চলে হরিনাম সংকীর্তন।

এই কীর্তনে স্থায়ী ভক্তবৃন্দ তো আছেই, বাইরে থেকে প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত হন। জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধুপগুড়ি, ময়নাগুড়ি বিভিন্ন জায়গা থেকে ভক্তের সমাগম লক্ষ করা যায়। রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন আসরে, শ্রীধাম সর্বানন্দ দাস মহারাজের দীক্ষিত রঞ্জিত কুমার সরকার জানান, তিন থেকে চার হাজার ভক্তবৃন্দ সমাগম। প্রায় দুই লক্ষ টাকার অর্থ বাই হয়ে থাকে, জানান নিতাই গৌড় প্রেমের সাধক রঞ্জিত সরকার, রাধা বল্লবের মেয়ে জ্যোৎস্না সরকার মন্ডল বলেন আমার ভাই রঞ্জিত কুমার সরকার সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর তার মনের বাসনা জাগে পিতৃভূমিতে হরিনাম সংকীর্তন করার ভাবনা। জ্যোৎস্না বলেন আমার ছোট ভাই সংসার ধর্ম ত্যাগ করে গোবিন্দ সেবায় নিয়োজিত করেছে এবং প্রতি বছর রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন করে থাকে বলে ভাইয়ের প্রতি গর্ববোধ হয়।

তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ, রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন।

পথ দুর্ঘটনা এড়াতে ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ পালন করা হলো।

কীর্তন পরিবেশন করতে আসে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় চ্যাংড়াবান্ধা, নিত্যানন্দ সম্প্রদায় ময়নাগুড়ি, রাধারানী সম্প্রদায় বরুয়াটারী, শ্রীকৃষ্ণের লীলা রসমৃত পরিবেশন করে যুগলকিশোর সম্প্রদায় তুফানগঞ্জ, শ্রীমতি অর্চনা বর্মন বামনহাট, শ্রীমতি বীনা সাহা ফালাকাটা, শ্রীকৃষ্ণ পদাবলী কীর্তন করে, চার দিন মহানাম সংকীর্ত্তনে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। প্রচুর ভক্তবৃন্দ সমাগম, শ্রী কৃষ্ণ প্রেমের পূজারী রঞ্জিত কুমার দাস অক্লান পরিশ্রমের সাধু বৈষ্ণব ভক্তবৃন্দ সেবা করবার জন্য নিয়োজিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments