Saturday, December 7, 2024
- Advertisement -

তৃণমূল বিধায়কের অভিনব কর্মসূচি, নটি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করলেন বিধায়ক।

- Advertisement -

মাধব দেবনাথ, নদীয়া:-  নটি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিল শান্তিপুরের তৃণমূল বিধায়ক কিশোর গোস্বামী। শুক্রবার শান্তিপুরের নিজ বাসভবনে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী খাদ্য সামগ্রী প্রদানের আয়োজন করেন। সেখানেই শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ১৮ মাস ধরে ঘর ছাড়া নটি পরিবারের সদস্যদের প্রদান করলেন এই খাদ্য সামগ্রী। জানা যায় গত দু’বছর আগে শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের এক যুবক খুন হয়, তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ওই যুবক খুন হওয়ার পরে ওই নটি পরিবারকে ঘরছাড়া হতে হয়। প্রায় দু’বছর পরে ওই ঘরছাড়া পরিবারগুলিকে তাদের ভিটেমাটিতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নেয় শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং ওই ওয়ার্ডের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক প্রভাত বিশ্বাস। এরপরে ওই পরিবারগুলি তাদের ভিটেমাটিতে ফিরে আসে, কিন্তু ভিটেমাটিতে ফিরে আসার পরে এখন তারা কর্মহীন।

তাদের দুর্দিনের কথা বিধায়ক ব্রজকিশোর স্বামীরূ কাছে জানিয়েছিলেন ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাস। সেইমতো শুক্রবার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ওই নটি পরিবারের জন্য বেশকিছু খাদ্যসামগ্রীকের আয়োজন করে, পাশাপাশি ওই পরিবারগুলিকে নিজের হাতেই খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বিধায়ক জানান, সাময়িকভাবে কোনরকমে চলার জন্য তাদের খাদ্য সামগ্রী আজ তুলে দেওয়ার ব্যবস্থা করেছি, আগামী দিনে ওই পরিবারগুলির জন্য আরো যদি কিছু প্রয়োজন হয় তারও ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

তৃণমূল বিধায়কের অভিনব কর্মসূচি, নটি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করলেন বিধায়ক।

MORE NEWS – পথ দুর্ঘটনা এড়াতে ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ পালন করা হলো।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া:- পথ দুর্ঘটনা এড়াতে ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ পালন করা হলো। সম্প্রতিককালে ইন্দাস থানা এলাকায় দুর্ঘটনার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছিল পুলিশ প্রশাসনের রাস্তায় নজরদারি নিয়ে। এবার দুর্ঘটনা এড়াতে আরো বেশি সর্তকতা অবলম্বন করল ইন্দাস থানার পুলিশ প্রশাসন  বাঁকুড়া জেলা পুলিশের নির্দেশমতো ইন্দাসে বৃহস্পতিবার ইন্দাস থানার ওসির নেতৃত্বে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হয়। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় সকলেই যেন হেলমেট পড়ে এবং নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালান। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শেষে দু চাকা গাড়ি নিয়ে যারা বাইরে বেরিয়েছেন তাদেরকে দাঁড় করিয়ে, CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments