TV 20 BANGLA- বীরভূম থেকে সেখ ওলি মহম্মদ-এর রিপোর্ট- বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৬ টি ওয়ার্ডের কাউন্সিলারদের আজ দুবরাজপুর তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল, দুবরাজপুর কোর্ট ইউনিটের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি দুবরাজপুর কোর্টের ল’ক্লার্ক এসোসিয়েশনের পক্ষ থেকেও নব নির্বাচিত কাউন্সিলারদের সংবর্ধনা প্রদান করা হল। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলার সরকারী আইনজীবী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরুপ আচার্য, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মানিক মুখার্জি, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা দুবরাজপুর শহর তৃণমূল যুব সভাপতি সাগর কুন্ডু সহ আরো অনেকে। তৃণমূল লিগ্যাল সেলের
তৃণমূল লিগ্যাল সেলের উদ্যোগে কাউন্সিলারদের সংবর্ধনা
More News – ২৪ এবং ২৯ শে মার্চ সারা ভারত ধর্মঘটের জনমত তৈরি করতে আগামী ২২ শে মার্চ কলকাতা এবং শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল সমর্থনের দাবিতে শান্তিপুর এসইউসিআই এর প্রচার অভিযান।
নদীয়ার পাশাপাশি শান্তিপুরের বিভিন্ন গ্রাম শহরে এস ইউ সি আই এর কর্মী সমর্থকরা মাইক সহযোগে টোটো তে করে প্রচার চালাচ্ছেন আগামী ২২ শে মার্চ কলকাতা এবং শিলিগুড়িতে বিক্ষোভ মিছিলে জনমত এবং সক্রিয় অংশগ্রহণ করার জন্য। তাদের দাবি কেন্দ্রের বিজেপি সরকারের চূড়ান্ত জন বিরোধী কৃষি-শিল্প শিক্ষানীতি, বেকারি, মূল্য বৃদ্ধি ,বেসরকারি করণ, শ্রমিক বিরোধী লেবার কোড, সাম্প্রদায়িক রাজনীতি, ও রাষ্ট্রীয় সন্ত্রাস এবং রাজ্য সরকারের দুয়ারে মদ, হাসপাতালে ওষুধ বাতিল দলবাজি দুর্নীতি ও স্বজন পোষণের বিরুদ্ধে, ন্যূনতম মজুরির দাবিতে, সমস্ত বন্ধ চা বাগান খোলার দাবিতে এবং চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ও স্থায়ী কাজের দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নেতৃত্ব। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় ফেডারেশন সমূহের ডাকে ২৮ এবং ২৯ শে মার্চ তারা সারা ভারত সাধারণ ধর্মঘট পালন করতে চলেছেন। আর তারই কমপক্ষে এই বিক্ষোভ মিছিল অনেকটাই জনমত সৃষ্টি করতে পারবেন বলে দাবি করেছেন এস ইউ সি আই নেতৃত্ব।