মনিপুষ্পক খাঁ, নিউজ ডেক্স : রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগে বৃহস্পতিবার কোচবিহারের দিকে নজর ছিল সবার। ঘন্টা কয়েকের ব্যবধানে কোচবিহারে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার কথা ছিল। নিজেদের দলের প্রার্থী সমর্থনে দুই দলের সভা। স্বভাবতই দুই পক্ষের নেতা-নেত্রীরা কি বক্তব্য রাখেন তা জানতে আগ্রহী ছিলো রাজনৈতিক মহল।
বেলা বারোটার সময় মাথাভাঙ্গার গুমানিরহাট হাই স্কুলের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা শুরু হয়। অন্যদিকে কোচবিহারের রাস মেলার মাঠে বিজেপির সভা দুপুর তিনটে থেকে। এমতাবস্থায় রাজনৈতিক আক্রমণের দিক থেকে কিছুটা এগিয়ে বৃহস্পতিবার তৃণমূল নেত্রী মঞ্চে উঠে এক হাত নিলেন বিজেপিকে। সঙ্গে যোগ করলেন ” তৃণমূলের আপদ , বিজেপির সম্পদ ” শব্দবন্ধটি। যার রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিশীথ প্রামাণিকের প্রতি তীব্র কটাক্ষ। এবারে তৃণমূল কোচবিহারে প্রার্থী করেছে জগদীশ বাসুনিয়া কে । অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন নিশীথ প্রামাণিক।
লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তাই তৃণমূল নেত্রীর বক্তব্যে বেশির ভাগই আক্রমণের কেন্দ্রে বিজেপি ই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের আটকে রাখা রাজ্যের পাওনা টাকা নিয়ে যেমন প্রতিবাদের সুর তুলেছেন , ঠিক একইভাবে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার সহ নিত্যদিনের মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের ঘাটতি কথাও মনে করিয়েছেন। অত্যন্ত অভিসারে রাজবংশী আবেগে শান দিতে তুলে ধরেছেন ” বিজেপি আর কাউকে পেলো না , রাজবংশী প্রার্থী ” অর্থাৎ এ কথা স্পষ্ট গত ৫ বছরের নিশীথ প্রামানিকের প্রতি যে রাজবংশী সমাজের একটা ক্ষোভ তৈরি হয়েছে তাই যেন হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া অত্যন্ত সুকৌশলে তুলে আনলেন CAA প্রসঙ্গ , তার সংযোজন ” CAA হলো মাথা আর NRC হলো ল্যাজা” ।
তবে তার আক্রমণের সুরে বাদ যায়নি বাম কংগ্রেস ও । মঞ্চ থেকে বাম এবং কংগ্রেসকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেছেন তিনি। তিনি মনে করিয়ে দিয়েছেন এ রাজ্যে তৃণমূল একা লড়ছে বিজেপির বিরুদ্ধে। এ রাজ্যে ইন্ডিয়া জোটে সমঝোতা হয়নি । তাই বিজেপিকে হারাতে তৃণমূলকে ভোট দেয়ার আহ্বান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
এ প্রসঙ্গে বাম ও কংগ্রেসের খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেই রাজ্যজুড়ে শ্রী বৃদ্ধি হয়েছে বিজেপি র। আসলে দাদা ও দিদি চান একজন বাংলায় শাসন করুন ও অন্যজন দিল্লি তে , এভাবেই নিজেদের মধ্যে আসন সমঝোতা করে নিয়েছেন বলে তাদের অভিমত।
অন্যদিকে বিজেপি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্য নিয়ে ভাবতে নারাজ, বরং তারা ব্যস্ত কোচবিহারের রাস ময়দানে প্রধানমন্ত্রী জনসভা নিয়ে।