প্রতিবেদন: সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে ত্রিপুরায় বিজেপি সরকারের বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হলো। প্রসঙ্গত, ত্রিপুরায় পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্ৰেসের সভানেত্রী সায়নী ঘোষের গ্ৰেপ্তারী ও তৃণমূল কর্মীদের উপর নিরন্তর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে মালদা জয় হিন্দ বাহিনীর এই ধিক্কার মিছিল করে। এর পাশাপাশি ত্রিপুরা রাজ্য প্রশাসনকে ধিক্কার জানান তারা। এই বিষয়ে মালদা জেলা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস সমস্যাতো ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ত্রিপুরা বাসীর ভোটে প্রতিবাদ গর্জে উঠুক সবাই। এদিন এই প্রদীবাঁধ মিছিলে সকলের উপস্থিতি ছিল লক্ষণীয়। সায়নী ঘোষকে
ত্রিপুরাতে সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জয় হিন্দ বাহিনীর
More News – নিজের বিয়ে আটকে “বীরাঙ্গনা” পুরস্কার নাবালিকার
প্রতিনিধি প্রবীর মাহাত, ঝাড়গ্রাম :- মেদিনীপুরের সংকল্প ফাউন্ডেশন মেদিনীপুর সদর ব্লকের বিষড়া গ্রামে রুমা সিং এর বাড়ী গিয়ে তার বীরত্ব কে সম্মাননা জানায়। ১৯২৯ সালে পরাধীন ভারতে আইনে বলা আছে বাল্য বিবাহ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তবুও আমদের দেশের প্রত্যন্ত গ্রামে এখনও এই বিয়ের মানুষ সচেতন নয়। জানে না কম বয়সে মেয়েদের বিয়ে দিলে কি সমস্যা হবে। চল রয়েছে। পশ্চিমবঙ্গ এর বহু নাবালিকা শিক্ষার আলোয় সচেতন না হয়ে কম বয়সে বিযে করেছে যা ” সমাজের বুকে এক অভিশপ্ত ঘটনা”। তাই সেই বিযে কে রুখে সাহসী প্রতিবাদ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের বিষড়া গ্রামের উপজাতি সম্প্রদায়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রুমা সিং। গোপনে পাত্রস্থ করে বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চেয়েছিলেন মেয়ের মা ও তার পরিবার। Continue Reading