Friday, December 6, 2024
- Advertisement -

দক্ষিণ ঝাড় আলতা এলাকায় পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক।

- Advertisement -

ময়নাগুড়ি, ধূপগুড়ি, কনক অধিকারী:-  দক্ষিণ ঝাড় আলতা এলাকায় পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক। সাতজনকে এদের মধ্যে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে দক্ষিণ ঝাড় আলতা এলাকায় একটি বাড়ির মনসা ও কৃষ্ণ পুজোয় ২৫০ জন নিমন্ত্রিত ছিলো। এদের মধ্যে পুজোর প্রসাদ খাওয়ার পর রবিবার সকাল থেকে অনেকেই বমি ও পেটের সমস্যায় ভুগতে থাকেন। এক এক করে প্রায় পঁচিশ জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে সাতজনকে নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। রোগীর আত্মীয় পরিজনরা জানিয়েছেন শনিবার রাতে পুজোর প্রসাদ খাওয়ার পর থেকে শরীর খারাপ। এরপর শনিবার সকাল থেকে অনেকের শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। এরপর তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ সাত জনের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।

দক্ষিণ ঝাড় আলতা এলাকায় পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ একাধিক।

MORE NEWS – নাজেহাল আরশোলার উপদ্রপে, কি করে ঘর থেকে তাড়াবেন আরশোলা?

Tv20 Bangla:- এই গরমে আরশোলার উপদ্রপে নাজেহাল হাজারো চেষ্টা করে ঘর থেকে তাড়াতে পারছেনা আরশোলা। চিরতরে এবার ঘর থেকে আরশোলাকে বিদায় জানানোর পালা। কি করে ঘর থেকে তাড়াবেন আরশোলা আমরা বলব আপনাদের। বাথরুমের কোনা, রান্নাঘরের তাক এমনকি অফিসের দরকারি কাগজপত্রের উপর হামলা করে এই পতঙ্গ। অনেকেই এই পতঙ্গের উৎপাতে নাজেহাল। তবে আজ আরশোলা থেকে সহজে মুক্তির টোটকা শেয়ার করবো আপনাদের। ১) চিনি এবং বেকিং সোডা- আরশোলা সাধারনত চিনি খেতে খুব ভালোবাসে। তাই চিনির সাথে বেকিং সোডা মিশিয়ে যদি ঘরের কোনায় ছড়িয়ে রাখেন সেই চিনি খেলে আরশোলা মারা পড়বে। ২)লবঙ্গ ও গোলমরিচ- লবঙ্গ এবং গোলমরিচ একসাথে কাঠখোলায় ভালোভাবে ভেজে নিন। এবার মিক্সিতে গুরিয়ে নিন। লবঙ্গ এবং গোলমরিচের গুড়ো একটি স্প্রে বোতল জলের মধ্যে মিশিয়ে ভরে রাখুন। ঘরের কোনায় কোনায় যে পথ দিয়ে আরশোলা বেশি যাতায়াত করে। সেখানে এই স্প্রে করে রাখুন। দেখবেন আরশোলার উপদ্রব কমে গেছে। CONTINUE READING

কাঞ্চন মল্লিকের জন্মদিনের পরে ফের জল্পনার মুখে বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী।

আজ 25 শে বৈশাখ একশ বাষট্টি তম রবীন্দ্রজয়ন্তী, বাঙালির অঙ্গে অঙ্গে জড়িয়ে আছেন বিশ্বকবি।

অবৈধ পার্কিং রুখতে ফুটপাতে উচ্ছেদ অভিযান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments