কাজল মিত্র ,পশ্চিম বর্ধমান:- বৈশাখ মাসের তীব্র রৌদ্র কে উপেক্ষা করে অর্থ্যাৎ প্রচন্ড দাবদাহের মধ্যে প্রায় দেড় কিলোমিটার সড়ক পথে ডন্ডি দিয়ে মা শীতলা পুজো করলেন ভক্তরা। দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত লছিপুরের। মন্দিরের সংস্থাপক দিলীপ কুমার মিশ্রা বললেন যে প্রত্যেক বছরের মত এই বছরও লছিপুর এলাকার শতাধিক ভক্তরা মা শীতলা মন্দিরে কলশ স্থাপন করে পাসের এক পুকুর থেকে স্নান করে প্রায় দেড় কিলোমিটার ডন্ডি দিয়ে মায়ের পুজো করেন এবং ভক্তদের মনকামনা পূর্ণ হয়। এতে স্থানীয়দের এবং পুলিশ প্রশাসনের সহযোগীতায় এই পুজো সম্পন্ন হয়ে থাকে। প্রায় ৫০ বছর থেকে এই পুজো হয়ে আসছে। দাবদাহ,দাবদাহ
দাবদাহ কে উপেক্ষা করে, দেড় কিলোমিটার ডন্ডি দিয়ে মা শীতলা পুজো দিলেন ভক্তরা লছিপুরে।
MORE NEWS – মানুষের পাশেই মানুষরূপী ভগবান কে দেখা গেল এই রোদ গরমের মধ্যে পথচলতি মানুষের মুখে তুলে দিল জল, বন্ধে ছোলা, শরবত।
Tv20 Bangla:- বাঁকুড়া বেলিয়াতোড় সর্বজনীন গণেশ পুজো কমিটির পক্ষ থেকে আজ বেলিয়াতোড় বাজার সংলগ্ন এলাকায় পথচলতি মানুষের মুখে তুলে দিল জল ছোলা বন্দে শরবত। সর্বজনীন গণেশ পুজো কমিটির এক সদস্য বলেন এই বেলিয়াতোড় বাজারে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে, এবং এই রোদ গরমে অসহায় মানুষের জন্য হাহা করে আর আমরা নানা রকম সামাজিক কাজের সাথে যুক্ত থাকে। তাই আজকে সকাল ন’টা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। আজ প্রায় এক হাজারের বেশি মানুষের মুখে তুলে দিলাম জল বন্ধে শরবত ছোলা এর পরের সপ্তাহেও এভাবেই করা হবে জলসত্র। খুশি সমস্ত পথ চলতি মানুষ, কুর্নিশ জানাচ্ছে সমস্ত সাধারণ মানুষ।
MORE NEWS – বারাসাত শহরে সুরঙ্গের সন্ধান মিলতেই সোরগোল পরে যায় গোটা বারাসাত শহর জুড়ে।
নিশীথ দাস, উত্তর ২৪ পরগনা, TV-20 বাংলা:- উত্তর ২৪ পরগনা বারাসাতের হেস্টিংস হাউসে বিনোদনের জন্য এই সুড়ঙ্গ পথেই আসতেন দুই যুবতী নাম চাপা এবং ডলি। কথিত আছে, উত্তর ২৪ পরগনা বারাসাতের হেস্টিংস হাউসে, দুই যুবতী, চাপা এবং ডলি বিনোদনের জন্য আসতেন হেস্টিংস হাউসে। পরবর্তী সময় জানা যায়, এই চাপা এবং ডলি, সুড়ঙ্গ পথ দিয়েই হেস্টিংস হাউস এর ভেতরে প্রবেশ করতেন। CONTINUE READING