Tv 20 Bangla Desk :- নিজস্ব সাংবাদিক:- দারকেশ্বর নদীতে মাছ ধরতে নেমে তলিয়ে গেল মৎস্যজীবী দারকেশ্বর নদীতে মাছ ধরতে নেমে পাঁটরাই গ্রামের এক বাসিন্দা তলিয়ে গেল দারকেশ্বর নদীতে। এই ঘটনাকে কেন্দ্র করে পাঁটরাই গ্রামে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। তলিয়ে যাওয়া মৎস্য জীবীর নাম উত্তম রুইদাস, বয়স আনুমানিক 40 বছর ।
স্থানীয় সূত্রে জানতে পারা যায়, নদীতে মাছ ধরেই সারা বছর সংসার চলত তার। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও তিনি পাঁটরাই গ্রাম সংলগ্ন দারকেশ্বর নদীতে মাছ ধরতে যান এবং তখনই নদীর জলের স্রোতে তলিয়ে যান ওই মৎস্যজীবী। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে সাধারণ মানুষ ভিড় জমায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। প্রাথমিক পর্যায়ে পুলিশ মৃতদেহ টির খোঁজ চালালেও এখনো পর্যন্ত কোনো হদিস মেলেনি। সূত্রের খবর বিপর্যয় মোকাবিলা দল এসে তলিয়ে যাওয়া মৎস্যজীবীর দেহ উদ্ধার কাজ চালানো হবে ।
দারকেশ্বর নদীতে মাছ ধরতে নেমে তলিয়ে গেল মৎস্যজীবী ৷
More News – ডায়মন্ড হারবারে বসন্ত উৎসবে মাতলো দক্ষিন ২৪ পরগনা জেলার এক মাত্র মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
বাইজিদ মন্ডল- ডায়মন্ড হারবার :- করোনার কারণে দু’বছর স্কুল কলেজ বন্ধ থাকাতে স্কুল কলেজের পড়ুয়ারা দোলের আনন্দ থেকে বঞ্চিত ছিল। প্রায় দু’বছর পর বসন্ত উৎসবে মাতলো দক্ষিন ২৪ পরগনা জেলার এক মাত্র ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রসঙ্গত করোনা আবহাওয়ায় বিগত দু’বছর স্কুল কলেজ বন্ধ থাকাতে স্কুল কলেজের পড়ুয়ারা বসন্ত উৎসবের আনন্দ থেকে বঞ্চিত ছিল। তবে দু’বছর পর স্কুল কলেজ খোলার পর বুধবার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মাতলো আবির খেলার রঙে । যদিও ১৭ ই মার্চ বসন্ত উৎসব, আর এই বসন্ত উৎসবের আগে বুধবার ১৬ই মার্চ ডায়মন্ড হারবার মহিলা কলেজের পক্ষ থেকে পালন করা হয় বসন্ত উৎসব। Continue Reading
More News – আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা হতে জোর কদমে শুরু হয়েছে দেওয়াল লিখন ।
মিঠুন মণ্ডল, পশ্চিম বর্ধমান: আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন 13 ই মার্চ, এবং আসানসোল লোকসভা উপনির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে বলিউড স্বনামধন্য তারকা শত্রুঘ্ন সিনহা নাম ঘোষণা করেন। এবং তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা খুবই আনন্দিত হয় এবং আনন্দের সাথে নাম ঘোষণা হতে তারা নিজ নিজ এলাকায় দেওয়াল দখল দেখা গেছে। Continue Reading