উত্তর দিনাজপুর, অমিত জীবন রায় :- চোপড়া থানার দাসপাড়া এলাকায় এক হোটেলে ব্যবসায়ীকে মারধর ভাঙচুর লুটপাট চালানোর অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে। পাল্টা টাকা ছিনতাই ও মারধর করার অভিযোগ ওই হোটেল মালিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষেই একে অপরের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া এলাকায়। হোটেল মালিক পরিমল বালার অভিযোগ বুধবার রাতে দুই ব্যক্তির খাবার খেয়ে নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে। এবং তিনি বলতে গেলে তাকে মারধর করে বলে অভিযোগ। পরে হোটেলের সমস্ত চেয়ার টেবিল ভাঙচুর করে টাকা পয়সা জিনিস পত্র লুঠপাট করে পালিয়ে যায় বলে অভিযোগ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে দাসপাড়া ব্যবসায়ী সমিতির তরফ থেকে এই ঘটনায় কিছুক্ষণ দোকান বন্ধ রেখে প্রতিবাদ করে। বৃহস্পতিবার দুপুরে চোপড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন হোটেল মালিক। অন্যদিকে হোটেল মালিকের বিরুদ্ধে পাল্টা মারধর ও টাকা ছিনতাই করার অভিযোগ করেন মাইনুল হকের স্ত্রী। তার স্বামী গরুর ব্যবসা করেন। টাকা নিয়ে বাড়ি ফেরার সময় ওই হোটেল মালিক ফোন করে ঢেকে মারধর ও টাকা ছিনতাই করে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। এবং তার স্বামী গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্র থেকে রেফার করে দেয় উত্তরবঙ্গ মেডিক্যালে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
দাসপাড়া এলাকায় এক হোটেলে ব্যবসায়ীকে মারধর ভাঙচুর লুটপাট চালানোর অভিযোগ বেশ কয়েকজনের বিরুদ্ধে।
MORE NEWS – ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু।
পার্থ ঝা, মালদহ:- পরিবারে আর্থিক অনটন কিভাবে চলবে সংসার।আর্থিক অনটন মেটাতে ভিন রাজ্য চেন্নাইয়ে শ্রমিকের কাজে পাড়ি দায়ি ছিলেন। মালদার মালতীপুর বিধানসভার জালালপুর অঞ্চলের ডাহুকা গ্রামের বাসিন্দা আবু তাহের। ঈদের উৎসবে বাড়ি ফেরার কথা ছিল। তবে মঙ্গলবার ঈদের দিন বাড়িতো ফিরল তবে কোফন বন্দি মৃতদেহ। জানা গেছে, বহুতল নির্মানের কাজ করার সময় উপর থেকে পরে মৃত্যু হয় যুবকের। শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। CONTINUE READING