নিশীথ দাস, রাজু দাস, উত্তর 24 পরগনা বারাসাত :- দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তব রূপায়ন পেলো ইন্দিরা কলোনি বৃহস্পতিবার বারাসাত হাট খোলা উদ্বোন করলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত ও পৌরপোশাসক সুনীল মুখার্জি তৎসহ উপস্থিত ছিলেন বারাসাত জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অশনি মুখার্জি ও বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুন ভৌমিক, বারাসাত পৌরসভার উপ পৌর প্রশাসক সমীর তালুকদার ও সৌমেন আচার্য ওয়ার্ড কো-অডিনেটর 17 নম্বর ওয়ার্ড, আজ এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর হাত দিয়ে উদ্বোধন হয়ে গেল বারাসাত হাটখোলা ইন্দিরা কলোনি বাসীদের জন্য এক আবাসনের কাজ৷
দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তব রূপায়ণ পেল বারাসাত হাটখোলার ইন্দিরা কলোনি
More News- প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ, প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখীতে মৌন মোমবাতি মিছিলে শামিল রাজ্য সহ সভাপতি সৌমিত্র খাঁ সহ বিজেপির নেতৃত্ব
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভ, প্রতিবাদে বাঁকুড়ার সোনামুখীতে মৌন মোমবাতি মিছিলে শামিল রাজ্য সহ সভাপতি সৌমিত্র খাঁ সহ বিজেপির নেতৃত্ব। গতকাল পাঞ্জাবের ভাটিণ্ডায় প্রধানমন্ত্রীর কনভয় আটকে বিক্ষোভের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে প্রতিবাদে মুখর হয়েছে ভারতীয় জনতা পার্টি। সেইমতো আজ সন্ধ্যায় বাঁকুড়ার সোনামুখীতেও এই ঘটনার প্রতিবাদে, পাঞ্জাব সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে প্রতিবাদে সামিল হয়েছে বিজেপির কর্মী নেতৃত্বরা। এই মৌন মোমবাতি মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এছাড়াও এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিংহ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। Continue Reading