Monday, January 13, 2025
- Advertisement -

দুঃস্থদের সাথে নিয়ে জন্মদিন পালন করলেন গৃহবধু

- Advertisement -

সেখ ওলি মহম্মদ , বীরভূম :- আমরা সাধারণত নিজেদের জন্মদিনে কেক কেটে পরিবার পরিজনদের নিয়ে পার্টি করে সেলিব্রেশন করি। কিন্তু দুবরাজপুরে এক অন্য চিত্র ধরা পড়লো। মন্দিরা ভীমরাজকা নামে এক গৃহবধু তাঁর ৩১ তম জন্মদিনে কেক না কেটে, কোনো সেলিব্রেশন না করে বীরভূম জেলার দুবরাজপুরের মাজুরিয়া গ্রামের শিশু, মহিলা ও পুরুষ নিয়ে ৯০০ জনকে দুপুরের আহারের ব্যবস্থা করেন। অবশ্য তাঁর সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর স্বামী অমিত ভীমরাজকা ও পরিবারের লোকজন।

দুঃস্থদের সাথে নিয়ে জন্মদিন পালন করলেন গৃহবধু

আরও খবর – শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শান্তাশ্রম উৎসবের নকআউট সম্প্রতি কাপ শান্তাশ্রম স্পোর্টিংর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো শান্তাশ্রম হাইস্কুল ফুটবল মাঠে

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :- ইন্দাস ব্লকের শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শান্তাশ্রম হাইস্কুল মাঠে আটটি দল নিয়ে একটি রানিং নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। যার শুভ সূচনা হয়েছিল ২ রা নভেম্বর। সব শেষে চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বাপ্পা একাদশ ও রসুলপুর একাদশ। আটটি দল নিয়ে শুরু করা নক আউট ফুটবল টুর্নামেন্ট ইতি টানা হয় বৃহস্পতিবার। বিজয়ী ট্রফি নিজেদের হাতে তুলতে মাঠের দুই প্রান্তে নেমে বাপ্পা একাদশ ও রসুলপুর একাদশ। Continue Reading

আরও খবর – মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধের দ্রুত পদক্ষেপের দাবিতে সংসদে সরব হলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান

মেহেবুব মাসুম :-  অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধের দ্রুত পদক্ষেপের দাবিতে সংসদে সরব হলেন সাংসদ খলিলুর রহমান । মঙ্গলবার খলিলুর রহমান জঙ্গিপুর সহ মুর্শিদাবাদে গঙ্গার ভাঙনে সর্বশান্ত উপযুক্ত হওয়া মানুষদের ক্ষতিপূরণেরও দাবি তোলেন । খলিলুর রহমান এই সংক্রান্ত একটি দাবিপত্র লোকসভার স্পিকার ওম বিড়লার মাধ্যমে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর কাছে গত ৭ই ডিসেম্বর হস্তান্তর করেন বলে জানা গেছে । গত ২৭ নভেম্বর থেকে সংসদে শীতকালীন এই অধিবেশন শুরু হয়েছে । অধিবেশনের প্রথম থেকেই জঙ্গিপুরের পাশাপাশি মুর্শিদাবাদের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সরব হয়ে চলেছেন খলিলুর রহমান । মঙ্গলবার দিন সংসদে লোকসভার স্পীকার ওম বিড়লাকে সম্বোধন করে খলিলুর রহমান বলেন, গঙ্গা ভাঙন একটা জাতীয় সমস্যা । পূর্বতন ইউ পি এ সরকারের আমলে গঙ্গাকে জাতীয় সমস্যা ঘোষণা করা হয় । Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments