Friday, December 6, 2024
- Advertisement -

দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন পাওয়ার অফ্ হিউমিনিটি

- Advertisement -

পার্থ ঝা, মালদা:- মানব কল্যাণ সেবায় হলো ঈশ্বর সেবা এমটাই বার্তা দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন মালদহের চাঁচলের ‘পাওয়ার অফ্ হিউমিনিটি’ নামক একটি সেচ্ছাসেবী সংস্থা। এদিন চাঁচলের বিদ্যানন্দ পুর মাদ্রাসা মাঠে এই সংস্থার উদ্যোগে অসহায় দুঃস্থ মানুষদের জন্য নতুন শীত বস্ত্র প্রদান করা হয়। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উওরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন , মালতী পুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বকশি। মালদা জেলা পরিষদ কৃষি কর্মাধ্যক্ষ এটিএম রফিকুল হোসেন, মালদা জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সামিউল ইসলাম , প্রসুন রায়, সহ অনান্যরা। জানা যায়, এ দিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় শতাধিক অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

রাজ্যে পুলিশের স্থায়ী DG পদে নিয়োগ করা হলো মনোজ মালব্য কে  আগামী ২ বছরের জন্য তিনি এই পদে বসতে চলেছেন

রাজ্যস্তর কবাডি প্রতিযোগিতায় খ্যাতি অর্জন মালদার পুরুষ ও মহিলা বিভাগের কাবাডির

এবার পথ দুর্ঘটনার কবলে পড়ল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের আই এন টি ইউ সি এর সভাপতি সোমনাথ মুখার্জীর গাড়ি ।

শান্তাশ্রম স্পোর্টিং ক্লাবের পরিচালনায় শান্তাশ্রম উৎসবের নকআউট সম্প্রতি কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো শান্তাশ্রম হাইস্কুল ফুটবল মাঠে

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ছাতনা থানা, ঝান্টিপাহাড়ি পুলিশ ফাঁড়ি এবং কমলপুর পুলিশ ফাঁড়ির পরিচালনায় বসে আঁকো প্রতিযোগিতা

দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন পাওয়ার অফ্ হিউমিনিটি

আরও খবর- মালদার চার্চে রক্তদান শিবির

যুবরাজ ত্রিবেদী, মালদা -আপনারা সকলে অবগত আছেন যে শীতকালীন এবছরে মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের রক্ত ভাঁড় প্রায় শূন্য। এই অবস্থায় মুমূর্ষু ও থ্যালাসেমিয়া রোগীরা বিপাকে পড়েছেন। তাই মালদায় এক চার্চে উদ্যোগ নিয়েছে রক্তদান শিবিরের। এই সংকটময় মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়েছে পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা, হবিবপুর ব্লকস্থ খড়িবাড়ি সাকরেড হার্ট। চার্চে পক্ষ আজ ১৯ শে ডিসেম্বর ২০২১ চার্চ প্রাঙ্গণে রক্তের সংকট মোচনে সামাজিক দায়বদ্ধতায় শুভ বড়দিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে ২৩ জন রক্তবন্ধু রক্ত দান করেন। সকল রক্তবন্ধুকে সবুজ সৃষ্টির লক্ষ্যে একটি করে চারাগাছ প্রদান করা হয়। Continue Reading

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments