Friday, December 6, 2024
- Advertisement -

দুই দিন নিখোঁজ থাকার পর নিথর মৃতদেহ উদ্ধার যুবকের।

- Advertisement -

মানিকচক:- দুইদিন নিখোঁজ থাকার পর অবশেষে গঙ্গানদী থেকে যুবকের নিথর মৃতদেহ উদ্ধার।মৃত যুবকের নাম সুমিত কর্মকার(৩৩)। উল্লেখ্য,শনিবার দুপুর নাগাদ মানিকচকের কামালপুর এলাকার বাসিন্দা সুমিত কর্মকার। তার দুই সঙ্গী নিয়ে বাইক চেপে মানিকচক গঙ্গানদীতে আসেন সান করার উদ্দেশ্যে। সান করতে করতে কিছুক্ষণের জন্য বিরতি দেয় এবং সেলফি তোলার জন্য মোবাইল নিতে উঠে উপরে। ছবিও তোলে বেশ কয়েকটা। আবার সান করতে নামার কিছুক্ষনের পর থেকে সুমিত কর্মকারকে আর দেখা যায়নি। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর এ ফিরে না আসায় বন্ধুরা খোঁজাখোঁজি শুরু করেন। কিন্তু সুমিতের কোন খোঁজ পাওয়া যায়নি। চলে মানিকচক গঙ্গাঘাটে বিপর্যয় মোকাবিলা টিম এবং ডুমরি দিয়ে তল্লাশি অভিযান। কিন্তু কোন খোঁজ পাওয়ানি। অবশেষে সোমবার মানিকচকের রামনগর ঘাট এলাকা থেকে ওই যুবকের নিথর মৃতদেহ জল ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে, ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ। দুই দিন নিখোঁজ,দুই দিন নিখোঁজ

দুই দিন নিখোঁজ থাকার পর নিথর মৃতদেহ উদ্ধার যুবকের।

MORE NEWS – উদ্ধার প্রাপ্তবয়স্ক বিলুপ্তপ্রায় একটি অসুস্থ বাজপাখি।

Tv20 Bangla:- এক কৃষকের তৎপরতায় উদ্ধার হলো অসুস্থ বিলুপ্তপ্রায় প্রাপ্তবয়স্ক একটি বাজপাখি। জানা যায়, শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত ব্রম্য শাসন খড়ের মাঠ এলাকার কৃষক রামচন্দ্র হাজরা এলাকারই তার একটি আম বাগানের রক্ষনাবেক্ষনের সময় অসুস্থ বিলুপ্তপ্রায় একটি বাজপাখি মাটিতে পড়ে থাকতে দেখে। এরপরে ওই কৃষক ওই বাজপাখি টিকে মাটি থেকে উদ্ধার করে সোজা শান্তিপুর পশু হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য, পাশাপাশি খবর দেয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। শান্তিপুর পশু হাসপাতালে এসে পৌঁছায় অনুপম সাহা, এরপর পূর্ণবয়স্ক বাজপাখি টিকে প্রাথমিক চিকিৎসা করার ব্যবস্থা করে। অনুপম সাহা জানান, বাজপাখি টিকে এখন প্রাথমিক চিকিৎসা করা হলো এখন বনদপ্তর হাতে তুলে দেওয়া হবে, সেখানেই বাজ পাখিটির পুনরায় চিকিৎসা করানো হবে। CONTINUE READING

Dadagiri দাদাগিরি মঞ্চ কাঁপিয়ে দাদাগিরি ট্রফি জয় করে আনল জয়পুরের গৃহবধূ মাম্পি মন্ডল।

সোমবার সকালে তাহেরপুর স্টেশনের কাছে একটি ষাঁড়ের ট্রেনে কাটা পড়ার ঘটনায়,রানাঘাট কৃষ্ণনগর শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকলো প্রায় দেড় ঘণ্টা।

দাবদাহ কে উপেক্ষা করে, দেড় কিলোমিটার ডন্ডি দিয়ে মা শীতলা পুজো দিলেন ভক্তরা লছিপুরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments