মালদা,বিশ্বজিৎ মন্ডল:- আজ মালদাবাসীর কাছে অত্যন্ত একটা আনন্দের দিন আজ মালদা জেলার রুপকার সম্মানীয় কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী মহাশয় পঞ্চম বার শপথ নিতে ইংলিশ বাজার পৌরসভা র একজন পৌরপিতা হিসাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দাদা শুধু ইংলিশবাজার নয় সমগ্র মালদা জেলাকে যেন এক ই এগিয়ে নিয়ে যেতে পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিদির আদর্শ সমগ্র মালদাতে ছড়িয়ে দিতে পারেন। আজ মালদা জেলার দুই পৌরসভায় জয়ী প্রার্থীদের কাউন্সিলর পদে শপথ গ্রহণ অনুষ্ঠান। দুই পৌরসভার চেয়ারম্যানও শপথবাক্য পাঠ করেন। এবারের নির্বাচনে ইংরেজবাজার ও পুরাতন মালদা পৌরসভা একক সংখ্যাগরিষ্ঠতায় দখল করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। দলের শীর্ষ নেতৃত্বের পক্ষে ইতিমধ্যে দুই পৌরসভার চেয়ারম্যান মনোনয়নও হয়েছে। ইংরেজবাজারে চেয়ারম্যান হচ্ছেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। পুরাতন মালদা পৌরসভার দায়িত্ব পাচ্ছেন কার্তিক ঘোষ। পঞ্চম দফায় চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর মালদা শহরের জন্য কোন কোন কাজকে অগ্রাধিকার দেবেন, তা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। সংবাদমাধ্যমের এই সাক্ষাৎকারে নিজের নকশার কথা জানালেন তিনি।
কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, “আসলে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর উন্নয়ন নিয়ে যা ভাবছেন, সেটা কার্যকর করাই আমার কাজ। 1868 সালের 1 এপ্রিল ইংরেজবাজার পৌরসভার পতন হয়। 154 বছরের পুরোনো পৌরসভায় অনেক সমস্যা রয়েছে। এখন এই পৌরসভায় 30টি ওয়ার্ড । গ্রামীণ কিছু এলাকাকে পৌরসভায় অন্তর্ভুক্ত করা হলেও জনঘনত্ব সামাল দেওয়া যাচ্ছে না। শহরের আয়তন মাত্র 13.25 বর্গ কিলোমিটার। কিন্তু তার তুলনায় বসবাসকারী মানুষের সংখ্যা অনেক বেশি। অল্প জায়গায় বসবাস করতে মানুষের নাভিশ্বাস উঠছে। দিনভর রাস্তাঘাটে যানজট । তাই পৌর এলাকার বিস্তার করতেই হবে। গ্রামীণ এলাকাকে শহরের মধ্যে নিয়ে আসতে হবে। এই পৌরসভাকে কর্পোরেশনে রূপান্তরিত করা আমাদের লক্ষ্য।
দুই পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ।
MORE NEWS – বাল্যবিবাহ রোধে কোতুলপুর এর বিভিন্ন স্কুলে স্কুলে প্রচার প্রশাসনের।
বাল্যবিবাহ রোধে কোতুলপুর প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে প্রচার চালানো হচ্ছে। আজ 28 শে মার্চ মদনমোহন পুর বোর্ড উচ্চ বিদ্যালয়ে এই প্রচার অভিযান চালানো হয় ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের আবৃতি নাটক এবং প্রশাসনিক আধিকারিকদের বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরা হয় 18 বছরের নিচে বিয়ে দিলে কি কি অসুবিধা সম্মুখীন হবে ছাত্রীরা। তাই আজ কোতুলপুর ব্লকের বিভিন্ন স্কুলে এই প্রচারমূলক অনুষ্ঠান চালান প্রশাসনিক আধিকারিকরা। CONTINUE READING