প্রতিনিধি সেখ ওলি মহম্মদ,বীরভূম:- আমরা দেখতে পাচ্ছি এই ডিজিট্যাল যুগে দিন দিন যুব সমাজ মোবাইল গেম এবং মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এবং দুর্গাপুজো উপলক্ষে আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের ঘোড়াতোড়ী রাঙামাটি নজরুল সংঘের পরিচালনায় নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
এই খেলা ৮ টি দল নিয়ে ২৪ সেপ্টেম্বর শুরু হয়েছিল। আজ ছিল চূড়ান্ত পর্বের খেলা। আজ ফাইনালে মুখোমুখি হয় বি. কে. একাদশ এন্টারপ্রাইজ ও রামনগর পিকু একাদশ। টান টান উত্তেজনার মধ্য দিয়ে বি. কে. একাদশ এন্টারপ্রাইজ ১-০ গোলে রামনগর পিকু একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। এদিন বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয় হয় বলে জানান ঘোড়াতোড়ী রাঙামাটি নজরুল সংঘের সম্পাদক মহম্মদ হাসিব। তিনি আরও জানান, দিনের পর দিন যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে। তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা এই খেলার আয়োজন করেছি।
এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার তৃণমূলের কনভেনার অরুণ চক্রবর্তী, দুবরাজপুর তৃণমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্র, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ পরিমল সৌ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্য সত্যজিৎ সাহা, যশপুর পঞ্চায়েত সভাপতি মুন্সী মোজাম্মেল হক (কাঞ্চন), যশপুর পঞ্চায়েতের কোর কমিটির সদস্য সেখ সামু সহ অন্যান্য নেতৃবৃন্দ।