মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার ২০২১ দুর্গা পূজা গাইড ম্যাপ -এর শুভ উদ্বোধন করলেন। তিনি জানান, পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে মুর্শিদাবাদ জেলা পুলিশ হাইকোর্টের নির্দেশ মত পুজো মণ্ডপগুলি খোলা রাখতে হবে এবং যে নির্দেশিকায় যা বলা হয়েছে সেগুলি পুজো মণ্ডপ গুলিকে পালন করে চলতে হবে। মুর্শিদাবাদ জেলায় প্রায় দুই থেকে তিন হাজার পূজো হয় তার মধ্যে ২০০০টি পূজা কমিটি বড়ো। পুজোর সময় গন্ডগোল এড়াতে রাস্তায় মোতায়েন থাকবে সাদা পোশাকে পুলিশ। এছাড়াও গাড়ি ও বাইকে করে ট্রাফিক পুলিশের টহল দারি থাকবে বলে জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার।
- Advertisment -