মেহেবুব মাসুম মুর্শিদাবাদ :- জঙ্গিপুর পৌরসভার ১৩,১৪ ও১৫ নম্বর ওয়ার্ডে জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা জঙ্গিপুর “শিবম ট্রাস্টের” কর্ণধর জাকির হোসেনের পক্ষ থেকে গরীব দুস্থ পরিবার দের কে বাঙ্গালীর উৎসব আসন্ন দূর্গা পুজো উপলক্ষ্যে শাড়ি, লুঙ্গি, ধুতি বিতরণ করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মন্টু রহমান। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জঙ্গিপুর পৌরসভার টাউন সভাপতি শত্রুঘন সরকার ও টাউন মহিলা সভানেত্রী ঝুমকি সিং সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।