বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- গত দুই বছর ধরে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে করোনাকে দূরে ঠেলে দিয়ে অবশেষে প্রতি বছরের মতো এবারও ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকে নূরপুর অঞ্চলের অন্তর্গত ভবানী পুর দেওয়ান তোলা প্রাঙ্গণে বহু শতাব্দীর ঐতিহ্যবাহী দেওয়ান গাজী বাবার জম জমাট মেলার ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও সত্য যুগ আসছে যাত্রা পালার মধ্যে দিয়ে শেষ হলো। ১লা চৈত্র সকলে সংযুক্ত ভাবে প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে মেলার শুভ সূচনা করেন, পরিচালনায় পীর উন্নয়ন কমিটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, ব্লক ২ সভাপতি অরূমোয় গায়েন, এবং দেওয়ান গাজী বাবার মেলার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আজিজুল শেখ, সাংস্কৃতি সম্পাদক সাজ্জাদ আলী শেখ সহ আরো অনেকে। এ দিন সকল অতিথিবৃন্দকে ফুলের তোড়া এবং উত্তরী পরিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ব্লক ২ সভাপতি অরূময় গায়েন বলেন দেওয়ান তলার দেওয়ান গাজীবাবার মেলা কত বছরের কেউ জানেনা না, সকল ধর্মের মানুষ মনের আশা পূরণ করার লক্ষ্যে এই মেলায় মানত করেন। তিনি আরও বলেন মানব জীবনে মেলা এক সাংস্কৃতিক মঞ্চ যেখানে বহু মানুষের সমাগম হয়। এবং সংস্কৃতির সাথে পরিচিত হয়। আমাদের একসাথে সংস্কৃতিকে রক্ষা করতে হবে। মেলা হল মিলন মেলা ও উৎসাহের মিলন মেলা এটি সমাজকে আরো শক্তিশালী করে, তিনি আরও বলেন।
দেওয়ান তলার বহু শতাব্দীর ঐতিহ্যবাহী দেওয়ান গাজিবাবার সম্প্রীতির মেলা যাত্রাপালা ও সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হল
More News – টানা দু’দিন বৃষ্টির ফলে উত্তরবঙ্গের ভারী বর্ষণ ও বন্যা আকার ধারণ করছে
প্রতিনিধি সুকুমার বিশ্বাস জলপাইগুড়ি :- নিম্নচাপের ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় টানা দুই দিন বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জলমগ্ন, উত্তরবঙ্গের নদী গুলির মধ্য তিস্তা, জলঢাকা, অতি ভারী বৃষ্টির ফলে নদীতে জল ভরাট হয়ে বিভিন্ন গ্রাম অঞ্চলে ঢুকেছে, সবচেয়ে ভয়াবহ জলমগ্ন হয়ে আকার ধারণ করছে তিস্তা, এবং তিস্তা নদীকে বলা হয় তাসের ঘর, যা এক মুহূর্তের মধ্যেই জলমগ্ন হয়ে বড় বন্যা আকার ধারণ করতে পারে এবং প্রচুর ঘরবাড়ি এক মুহূর্তের মধ্যেই ভেসে যেতে পারে বলেই, তিস্তা নদীকে তাসের ঘর বলা হয়। তিস্তার জলে বাঁধ ভেঙে ময়নাগুড়ির দমোনী অঞ্চলের বাঁশের সুভা, চাত্রার পাড়, জলমগ্ন অবস্থায় অনেক বাড়িঘর জলে ভাসে, এছাড়াও বার্নিশ, দমোহানী মরিচবাড়ি Continue Reading