বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার :- মহরমকে কেন্দ্র করে সেজে উঠেছে ডায়মন্ড হারবার ২নম্বর ব্লকে বিভিন্ন এলাকা। রাস্তায় রাস্তায় বিভিন্ন রং এর ঝান্ডা লাগিয়ে সাজানো হয়েছে । মঙ্গলবার বিকেলে দেওয়ান তোলা মহররম মাঠে এলাকা থেকে মহরম কমিটির পক্ষ থেকে এক পদযাত্রা বের হয়। আজ পবিত্র মহরম উপলক্ষ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে ডায়মন্ড হারবার ২নং ব্লকের দেওয়ানতলা মহরম মাঠে প্রশাসনের সকল বিশিষ্ট কর্তাব্যক্তি এবং মহরম শান্তি কমিটির সমস্ত সদস্যবৃন্দের সাথে উপস্থিত ছিলেন ডা: হা: ২নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী মাহাবুবার রহমান গায়েন,দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সদস্য কবিরুল ইসলাম শেখ,ডা:হা: জেলা মহিলা তৃনমূল নেত্রী মনমোহিনী বিশ্বাস সহ আরো অনেকে। মহররম কমেটির পক্ষ থেকে তাজিয়া বের করা হয়। তাজিয়া আলোকমালায় সাজিয়ে তোলা হয়। ছোট থেকে বড় সবাই হাজির হয় এই পদ্যাত্রায়। তাজিয়া নিয়ে দেওয়ান তোলার বিভিন্ন এলাকা পরিক্রমা করে মহরম কমেটির সদস্য এবং মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। জায়গায় জায়গায় চলে লাঠি খেলা। এদিন মহরমের তাজিয়া এবং লাঠি খেলা দেখতে প্রচুর মানুষের ভির হয়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রাস্তায় রাস্তায় মোতায়েন ছিলো প্রছুর পুলিশ। শান্তি পুর্ন ভাবে চলেছে মহরম দেওয়ান তোলা এলাকায়।