Saturday, December 7, 2024
- Advertisement -

দোষ কী ? ৩০ জনকে এক সিরিঞ্জে ভ্যাকসিন দিয়েও প্রশ্ন ! 

- Advertisement -

ওয়েব ডেস্ক :- মধ্যপ্রদেশের সাগর জেলার একটি স্কুলের ৩০ জন পড়ুয়াকে একটি মাত্র সিরিঞ্জ দিয়েই কোভিড টিকা দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ উঠলো। জিতেন্দ্র নামের ওই টিকাকর্মী একই সিরিঞ্জ দিয়ে ওই সকল পড়ুয়াদের টিকা দিয়েছেন।

একটা সিরিঞ্জ একবার ব্যবহার করেই ফেলে দেওয়ার নিয়ম। মূলত নব্বইয়ের দশক থেকে এইডসের মোকাবিলা করার জন্যই এই রেওয়াজ। কিন্তু কোথায় কী? এই ঘটনাকে কেন্দ্র করে সকল অভিভাবকদের মধ্যে হইচই শুরু হলেও জিতেন্দ্র নামের ওই টিকাকর্মীর কোনো হেলদোল নেই। তাঁর দাবি, “আমি কী করবো? আমায় একটা সিরিঞ্জ দিয়েই সমস্ত পড়ুয়াদের টিকা দিতে বলা হয়েছিল।”
বুধবার এই ঘটনাটি ঘটেছে। সে দিন জৈন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়াদের কোভিড টিকা দেওয়ার জন্যই আয়োজন করা হয়েছিল, এমনটাই দাবি অভিভাকদের। এই ঘটনাটি প্রথম এক পড়ুয়ার অভিভাবকের সামনে আসে। তিনি ঘটনার ভিডিও করে সেই টিকাকর্মীকে চেপে ধরেন। প্রতিটি টিকার জন্যই আলাদা সিরিঞ্জ কেন ব্যবহার করছেন না? এই প্রশ্ন করতেই ওই স্বাস্থকর্মীর উত্তর, তাঁকে একটিই সিরিঞ্জ দেওয়া হয়েছে। তাই দিয়েই তিনি টিকা দিচ্ছেন।
জিতেন্দ্রর নামে থানায় এফআইআর দায়ের করে তাঁকে এই ‘অর্ডার’ দেওয়া টিকাকরণ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন। কেন্দ্রের ‘এক সূচ, এক সিরিঞ্জ, এক বার’ অঙ্গীকার লঙ্ঘনের অপরাধে জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সাগর জেলা প্রশাসন। এমনকি টিকা এবং অন্যান্য জিনিস সরবরাহের দায়িত্বে থাকা জেলা টিকা আধিকারিক রাকেশ রোশনের বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments