Monday, January 13, 2025
- Advertisement -

দ্রুতগামী এক্সপ্রেস থেকে খুলে রয়েগেল তিনটি বগি, এক কিমি দুরে জরুরি ব্রেক এক্সপ্রেসের৷

- Advertisement -

শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর বেলদা:-  অল্পের জন্য বড়ো দুর্ঘটনায় আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়লেন ডাউন ফলকনামা এক্সপ্রেসের যাত্রীরা৷ দ্রুত গতিতে ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল৷ পশ্চিম মেদিনীপুরের বেলদা ষ্টেশনে প্রবেশের অনেকটা আগেই ফাঁকা স্থানে ওই এক্সপ্রেসের তিনটি বগি হঠা খুলে রয়ে যায়৷ দ্রুত গতিতে ট্রেনটি বাকি ২২ টি বগি নিয়ে বেরিয়ে যায়৷ এতে খানিকটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা৷ পরে চালক বিষয়টি জানতে পারলে এমার্জেন্সি ব্রেক করে প্রায় এক কিমি দুরে গিয়ে দাঁড়ায়৷ পুনরায় ট্রেনকে ফেরত এনে বগি জুড়ে রওয়ানা দিয়েছে হাওড়ার দিকে৷ রেলওয়ে কর্মীদের দাবি- বগি যুক্ত রাখা কবলিং খুলে গিয়ে এই বিপত্তি ঘটেছিল৷ তবে কারও কোনো সমস্যা হয় নি৷ ১২৭০৪ ডাউন ফলকনামা এক্সপ্রেস ট্রেনটি বেলদা স্টেশনের কাছে পেছনের তিনটি বগি খুলে গিয়েছিল। শনিবার দুপুরে ফলকনামা এক্সপ্রেসের একটি এসি ও দুটি জেনারেল বগি ট্রেন থেকে খুলে যাওয়ায় আটকে থেকে যায় ট্রেনের এই তিনটি বগি। ইঞ্জিন সহ বাকি ২২ টি বগি প্রায় এক কিলোমিটার এগিয়ে যায়৷ দ্রুতগামী এক্সপ্রেস ,দ্রুতগামী এক্সপ্রেস

পরে চালকের তৎপরতায় এমার্জেন্সি ব্রেক দিয়ে দাঁড় করানো হয় গাড়িটিকে। এরপর ইঞ্জিনিয়ার এসে ট্রেনের বাকি সমস্ত বগি জুড়ে দেওয়ায় প্রায় ৪৫ মিনিট পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়৷ ফলকনামা এক্সপ্রেস ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া দিকে যাচ্ছিল ৷ সেই সময় বেলদা স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। আর এর জন্য সাময়িকভাবে বিপর্যস্ত হয় ট্রেন চলাচল৷ সাবধানতার কারণে আপডাউন দুটি লাইনেই বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রেন চলাচল।রেলওয়ে ইঞ্জিনিয়ার জনার্দন দাস বলেন – বগি যুক্ত রাখা কবলিং কোনো কারনে খুলে গিয়েছিল৷ সেই কারনেই এই সমস্যা হয়েছিল৷ বুঝতে পেরে ট্রেনকে পুনরায় ফিরিয়ে এনে যোগ করা হয়েছে৷ পরীক্ষা করা হয়েছে সমস্ত কবলিং৷ তবে এই ঘটনাতে কোনো যাত্রীর কোনো সমস্যা হয় নি৷ সকলকেই পুনরায় সঠিক ভাবে রওয়ানা করিয়ে দেওয়া হয়েছে৷

দ্রুতগামী এক্সপ্রেস থেকে খুলে রয়েগেল তিনটি বগি, এক কিমি দুরে জরুরি ব্রেক এক্সপ্রেসের৷

MORE NEWS – হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জালে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে।

মালদা, বিশ্বজিৎ মন্ডল:- মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পুলিশি অভিযান চালিয়ে শুক্রবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে বলে খবর।ধৃতদের নাম জিয়াউল হক (৩৬) এবং গোলাম সারওয়ার (২৪)। তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments