Saturday, December 7, 2024
- Advertisement -

নতুন রেল স্টপেজ পেল দুবরাজপুরের বাসিন্দারা

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা  সিউড়ি :- এবার একটু শান্তির নিশ্বাস ফেলবেন সিউড়ি থেকে দুবরাজপুরের বাসিন্দারা। ময়ূরাক্ষী এক্সপ্রেসের আগে সিউরি থেকে কলকাতা যাওয়ার জন্য একটি ট্রেনের দাবি চলেছিল । তবে এবার সেই দাবি পূরণ হতে চলেছে সিউড়ির বাসিন্দাদের।

সিউড়ির বাসিন্দাদের প্রতিনিয়ত কলকাতায় যাতায়াত করা দিন দিন আরো দুর্বিষহ হয়ে উঠছিল সরাসরি কোনো ট্রেন না থাকায়। আগে ময়ূরাক্ষী এক্সপ্রেসটি ছিল ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন তবে পরে তা এক্সপ্রেসে পরিবর্তিত হয়ে যায় যার কারণে সরাসরি ট্রেন কলকাতায় আসত না।

এদিন নিত্যযাত্রীদের এই দুর্ভোগের কথা মাথায় রেখে পূর্ব রেল এর তরফ থেকে সিউড়ি থেকে শিয়ালদহ গামী একটি লোকাল ট্রেন চালু করার ঘোষণা করা হয়। ঘোষণার কথা ছড়িয়ে পড়তেই বাসিন্দারা উৎফুল্লতা প্রকাশ করেছেন। তবে অন্যদিকে সিউড়ির পার্শ্ববর্তী দুবরাজপুরের বাসিন্দারাও একি সমস্যায় ভুক্তভোগী, তাদের কলকাতায় যাওয়ার মতো কোনো রেল স্টপেজ না থাকায় তাদেরকেও একি সমস্যায় পড়তে হত । কিন্তু নতুন ট্রেন চালু করার পাশাপাশি পূর্ব রেলের তরফ থেকে দুবরাজপুরের জন্য একটি ট্রেন স্টপেজ নির্মানের ও ঘোষণা করা হয়েছে।

নতুন করে পূর্ব রেলের থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে আগামী ১লা আগস্ট থেকে সিউড়ি শিয়ালদহ এবং শিয়ালদহ সিউড়ি যে মেমু ট্রেন চালু করা হয়েছে তার স্টপেজ দেওয়া হবে দুবরাজপুরে । নতুন ট্রেনটি সিউড়ি থেকে সকাল ৫.২০ মিনিটে চালু হত্তয়ার পর দুবরাজপুরে রেল স্টেশনে দাঁড়াবে ৫.৩৫ মিনিটে। ফেরার পথে ট্রেনটি দুবরাজপুরে রাত ৯.৪৬ মিনিটে দাঁড়াবে এবং ৯.৪৭ মিনিটে সিউড়ির দিকে রওনা দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments