Wednesday, January 22, 2025
- Advertisement -

নদীয়ায় আদালতের নির্দেশে দীর্ঘপাঁচ মাস পরে কবর থেকে কঙ্কাল তুলে তদন্ত শুরু।

- Advertisement -

নদীয়া, গোপাল বিশ্বাস-ঃ- আদালতের নির্দেশে দীর্ঘ পাঁচ মাস পর কবর থেকে লাশ তুলে নতুন করে তদন্ত শুরু করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে, নদীয়ার কালিগঞ্জ থানা এলাকার পলাশী ২ নং গ্ৰাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকার। আদালতের নির্দেশে এদিন কালিগঞ্জ থানার পুলিশ আধিকারিক দের উপস্থিতিতে করব থেকে কঙ্কাল তোলা হয়। জানা যায় কালিগঞ্জ থানার পলাশী ২ নং গ্ৰাম পঞ্চায়েতের পলাশী নতুন পাড়ার বাসিন্দা সুজাউদ্দিন সেখের সঙ্গে পলাশী জানকি নগরের বাসিন্দা রোজিপা খাতুনের বিয়ে হয়। ১৫ বছরের দাম্পত্য জীবনের ছেদ ঘটে গত ডিসেম্বর মাসে। পারিবারিক অশান্তির জেরে গৃহবধূ রোজিপা খাতুন কে খুন করা হয় বলে অভিযোগ করে মতার পরিবারের তরফে।

তাদের আরও অভিযোগ ঘটনার পর মৃতার দেহটি তড়িঘড়ি শ্বশুরবাড়ির লোকজন কবর দিয়ে দেয়, আর এই বিষয়টিও মেনে নিতে পারেনি। খুন করে তথ্য গোপনের অভিযোগ এনে বধূ হত্যার মামলা রুজু হয়। ঐ মামলার পরিপ্রেক্ষিতে বিচারকের নির্দেশে শনিবার বিকেলে কালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে আদালতের পর্যবেক্ষণে কবর থেকে লাশ টি তুলে পুনরায় তদন্ত প্রক্রিয়া শুরু হল। আর এই ঘটনার জেড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।নদীয়ায় আদালতের,নদীয়ায় আদালতের

নদীয়ায় আদালতের নির্দেশে দীর্ঘপাঁচ মাস পরে কবর থেকে কঙ্কাল তুলে তদন্ত শুরু।

MORE NEWS – আসানসোল লোকসভা উপনির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে সব দল।

কাজল মিত্র:-  আগামী 12 এপ্রিল অনুষ্ঠিত হবে আসানসোল লোকসভা উপনির্বাচন ভোট ।আর মাত্র হাতে গোনা দুটি দিন ।আর এই লোকসভা উপনির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচারকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে সব দল। যার ফলে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচার। একই ধারাবাহিকতায় শনিবার তৃণমূলের অন্যতম বড় নেতা অভিষেক ব্যানার্জি লোকসভা নির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে একটি মেগা রোড শো করেন।যে মেগা রোড শো টি আসানসোলের বিবি কলেজ থেকে শুরু হয়ে গির্জা মোড়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জির সঙ্গে প্রার্থী শত্রুঘ্ন সিনহা, তাঁর স্ত্রী পুনম সিনহা, মন্ত্রী মলয় ঘটক, কল্যাণ ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুড খোলা সুসজ্জিত গাড়িতে চেপে রাস্তার দুপাশে উপস্থিত তৃণমূল সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। CONTINUE READING

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাভারত যুবলীগ মধ্যমগ্রাম কমিটির পক্ষ থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments