Wednesday, December 4, 2024
- Advertisement -

নদীয়ায় ফের বিজেপিতে ভাঙ্গন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

- Advertisement -

গোপাল বিশ্বাস, নদীয়া:- নদীয়ায় ফের বিজেপিতে ভাঙ্গন। বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন নবদ্বীপ শহরের 7 নম্বর ওয়ার্ডের বসাকপাড়া মোড়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, আয়োজিত যোগদান মঞ্চে বিজেপির প্রাপ্তন মন্ডল সভাপতি ভোলানাথ সিকদার এর নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মীও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

এদিনের যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন নবদ্বীপের পাঁচবারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা এবং নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক নবদ্বীপ পৌর সভার চেয়ারপার্সন বিমান কৃষ্ণ সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূলের কো- অর্ডিনেটর গন ও শহর তৃণমূলে কংগ্রেসের বিভিন নেতৃবৃন্দ। এ দিনের যোগদান মঞ্চের সভায় বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা মাননীয় ভোলানাথ শিকদারের হাতে তৃণমূলের কং গ্রেসের পতাকা তুলে দিলেন। তৃণমূল কংগ্রেসে যোগদান কারি ভোলানাথ বাবু বলেন বিজেপি দলে থেকে কাজ করার সুযোগ না পাওয়ার কারণে এবং তৃণমূল কংগ্রেসের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন কাজ কর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি এবং তার সহযোগীরা এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

আগামী পৌরসভার ভোটে নবদ্বীপ পৌরসভা ভোটে নবদ্বীপের চব্বিশটা ওয়ার্ডের মধ্যে 24 টা আসনই তৃণমূল কংগ্রেস পাবে বলে তিনি দাবী করেন। সব মিলিয়ে পৌরসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিজেপির ঘর ভাঙছে তৃণমূল, পাশাপাশি বিজেপি নেতৃত্বের কোন প্রতিক্রিয়া সেভাবে পাওয়া যায় নি।

নদীয়ায় ফের বিজেপিতে ভাঙ্গন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

নির্দিষ্ট সময়ে বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন সোনামুখী পৌরসভার অস্থায়ী কর্মীরা

জনমত গঠনে সমাজ সচেতনার প্রসারে বর্তমান যুগের সংবাদমাধ্যম ও সংবাদপত্রের গুরুত্ব

উপপ্রধান প্রবীর পাত্র এর নেতৃত্বে করোনার সচেতনায় বাজারে ও রাস্তায় নেমে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ

হরিগ্রাম মোড়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 67 তম জন্মদিন পালন ছাতনা তৃনমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার

More News – মুর্শিদাবাদ জেলার প্রগতি সংঘের ন্যাংটা কালির অনুষ্ঠানে বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির

প্রতিনিধি আইয়ুব আলী, মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদের লালবাগ ব্লকের প্রগতি সংঘ ক্লাবের পরিচালনায়। নেংটা কালী পূজা বৃহস্পতিবার সন্ধ্যে বেলায় শুরু হলো বস্ত্র বিতরণ। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার দক্ষিণ পার্টির জেলা সভাপতি শাওনি সিংহ রায়, ও মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ললিতা নন্দী ( দাস) লালবাগ Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments