Saturday, December 7, 2024
- Advertisement -

নবান্ন অভিযানে বিজেপি নেতৃত্ব।

- Advertisement -

Tv20 Bangla:- নবান্ন অভিযানে রওনা দিলো শান্তিপুর বিজেপি নেতৃত্ব। এদিন শান্তিপুর রেলস্টেশনে শান্তিপুরের প্রত্যেকটি মন্ডলের বিজেপি কর্মী সমর্থক রা একত্রিত হয়, এরপর ট্রেন ধরে নবান্ন অভিযান এর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থক সহ বিজেপি নেতৃত্বরা। যদিও এই নবান্ন অভিযানে উপস্থিত থাকতে দেখা যায়, শান্তিপুরের একাধিক উচ্চ বিজেপি নেতৃত্ব, সেই চিত্র উঠে এলো শান্তিপুর রেলস্টেশন থেকে আমাদের ক্যামেরায়। নবান্ন অভিযান প্রসঙ্গে কি বলছে বিজেপি নেতৃত্বরা শুনুন তাদের মুখ থেকেই।

নবান্ন অভিযানে বিজেপি নেতৃত্ব।

MORE NEWS – ময়নাগুড়ি ধর্মশালায় নটবেঙ্গল ক্যারাটের চাম্পিয়নশিপ প্রতিযোগিতা।

সুকুমার বিশ্বাস, জলপাইগুড়ি:-  ময়নাগুড়ি ধর্মশালা ভবনে অনুষ্ঠিত হয় নর্থ বেঙ্গল ক্যারাটে প্রতিযোগিতা চাম্পিয়নশিপ, এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করেন জলপাইগুড়ি জেলার মার্শাল আর্টস অর্গানিজেশন, উত্তরবঙ্গের পাঁচটা জেলার মোট দুই শত জন ছাত্রী অংশগ্রহণ করে। এই অংশ গ্রহণের অনুপাতে বয়স অনুসারে তেরোটি ইভেন্ট-প্রতিযোগিতায় হয়, উত্তরবঙ্গের পাঁচটি জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করতে আসে। ক্যারাটে প্রতিযোগিতা শেষে চাম্পিয়নশিপ বাছাই পর্ব শুরু করা হয়, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বেতগারা জুনিয়র গার্লস হাই স্কুলের অংশগ্রহণ করে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অত্যান্ত গ্রাম্য এলাকা থেকে ক্যারাটে প্রতিভার নজর করে। নর্থ বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয় ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রামের বেতগারা জুনিয়ার গার্লস হাই স্কুল শিরোপা অর্জন করে। CONTINUE READING

MORE NEWS – মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজন করা হল এক ইফতার পার্টির।

মালদা:- মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজন করা হল এক ইফতার পার্টির। রবিবার বিকেলে মহদীপুর হাইস্কুল ময়দানে আয়োজন করা ইফতার পার্টির। প্রায় হাজার জন রোজাদার অংশ নিয়েছিল। উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল গনি, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকার, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মহদীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা সুতার, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, মহদীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমিরুল হক, তৃণমূল যুব নেতা চন্দন ঘোষ, সহ অন্যান্যরা। জানা যায় এই ইফতার পার্টি শেষে ঈদ উপলক্ষে এক বস্ত্র দান শিবির অনুষ্ঠিত হয়। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments