নাগরাকাটায় রক্ত ঝড়ল বিজেপি বিধায়ক এবং সাংসদের, তীব্র নিন্দা মোদীর
পূজিতা দে,নিউজ ডেস্ক: তীব্র বর্ষণের ফলে কার্যত ধ্বংসের পথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা। বন্যাপ্লাবিত অঞ্চল পরিদর্শনে গিয়ে জনরোষের মুখে পড়েন মালদার সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
ভয়াবহ হামলা খগেন মুর্মুর ওপর। রক্তাক্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় সোমবার হাসপাতালে ভর্তি করা হয় সাংসদকে। শঙ্কর ঘোষের গাড়িকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট।কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। গাড়ির কাচ ভেঙে গিয়েছে, এমনটাই জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই।
এই বর্বরোচিত হামলার পরিপ্রেক্ষিতে সোমবার রাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করেন এবং ধিক্কার জানান এই ঘটনাটিকে। নাম না করেই রাজ্যের শাসক দলকে কড়া নিশানা মোদীর।
অন্যদিকে এই হামলার খবরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষকে শান্ত সংযত থাকার কথা উপদেশ দিয়েছেন।বিপর্যয়ের পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সবাই একসঙ্গে সঙ্কটের পরিস্থিতি মোকাবিলা করা দরকার। কারও প্ররোচনায় পা দেবেন না, এমন কোনও ঘটনা যাতে না ঘটে, যা কাম্য নয়। কারও উপর কোনও আঘাত নয়।

