নিজস্ব প্রতিনিধি :- উত্তর ২৪ পরগনা বাগদা থানার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার পুরাতন হেলেঞ্চার বাসিন্দা কাশেম মন্ডলের এই ২০২১ সালের আগস্ট মাসের ২২ তারিখে বাগদা থানায় তার ১৭ বছরের নাবালিকা মেয়ে বাড়ি থেকে এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছে বলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল । পুলিশ তদন্তে নেমে জানতে পারে অভিযুক্ত যুবক বাড়িতেই আছে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে নাবালিকার মাসী বাড়ি মুম্বাইতে যাবার জন্য সে সহযোগিতা করেছিল । মেয়ের সঙ্গে পুলিশ যোগাযোগ করতে বুঝতে পারে বাবা ও কাকার যৌন হেনস্তার শিকার থেকে বাঁচতে মাসি বাড়িতে আশ্রয় নিতে বাড়ি ছেড়েছিল সে । নাবালিকাকে পুলিশ মুম্বাই থেকে উদ্ধার করে বাগদা থানায় নিয়ে আসে এবং মেয়ের লিখিত বয়ানের ভিত্তিতে বাবা কাশেম মণ্ডল ও কাকা কবির মণ্ডলকে গ্রেপ্তার করে । পুলিশ সূত্রে খবর বাবা মেয়েকে যৌন হেনস্থা করত ও কাকার যৌন লালসার শিকার হয়েছে কয়েকবার । বাবা ও কাকার বিরুদ্ধে পক্সো মামলা রুজু করেছে পুলিশ । ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠাচ্ছে বাগদা থানার পুলিশ ।
- Advertisment -