নিশীথ দাস,TV-20 বাংলা:- মহিষবাথানে সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের ৪০ জন পড়ুয়া বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায়। অভিভাবকদের দাবি আজ ১১টা বেজে ১৫ মিনিটে স্কুল ছুটি হয়ে যায়। তারপর কেটে যায় দীর্ঘ সময় কিন্তু পড়ুয়ারা বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যান অভিভাবকরা। ছুটির পর প্রায় তিন ঘণ্টা পেরিয়ে গেলেও সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে পড়ুয়ারা গাড়িতে করে বাড়িতে না পৌঁছানোয় অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘক্ষণ যোগাযোগ করা যায়নি বাস চালকের সঙ্গেও।কয়েক ঘণ্টার চরম উৎকণ্ঠার পর খোঁজ মিলল মহিষবাথানে সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের নিখোঁজ পড়ুয়াদের। বাসের বিভ্রাটের কারণে সময়মতো বাড়িতে পৌঁছাতে পারেনি পড়ুয়ারা দাবি স্কুল কর্তৃপক্ষের। নিখোঁজ স্কুলবাসের,নিখোঁজ স্কুলবাসের
তবে এই ঘটনার কারণ প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনো রকম সদুত্তর দিতে না পারলে অভিভাবকেরা ছুটে আসে স্কুলে। তারপর স্কুলের মধ্যে বিশৃঙ্খলা এবং উত্তেজনার তৈরি হয় ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। চরম উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। কেন এমন ঘটনা ঘটলো? স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে অভিভাবকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেন যোগাযোগ করা গেল না বাসের চালকের সঙ্গে, সেই প্রশ্নও তুলেছেন অনেক অবিভাবক।
নিখোঁজ স্কুলবাসের সন্ধান মিলল ৩ ঘন্টা পরে৷
MORE NEWS – নিয়ামতপুরে দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল TMCর , উপস্থিত মেয়র বিধান উপাধ্যায়।
কাজল মিত্র:- আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে পুরো দমে চলছে নির্বাচনী প্রচার, তাই প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা সাথে দলের উচ্চ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। সেই মতে আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটির নিয়ামতপুরে বুধবারে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে করা হলো এক মিছিল। তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘন সিনহা সমর্থনে মিছিল করা হলো নিয়ামতপূরের টহরম থেকে লিথুরিয়া রোড হয়ে GT রোড হয়ে নিয়ামতপুর দেবী মন্দির পর্যন্ত মিছিল করা হলো। যেখানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, সঙ্গে স্থানীয় কাউন্সিলর ইন্দ্রাণী মিশ্র, CONTINUE READING