TV-20 বাংলা:- মঙ্গলবার বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সকলেই মনে করেছিলেন আজ হয়তো অনুব্রত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হবেন । কিন্তু সব জল্পনায় জল ঢেলে শেষমেস এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত। এসএসকেএম হাসপাতালের উডাবার্ণ ব্লকের ২১১ নম্বর কেবিন তাকে দেওয়া হয়েছে। গতকাল থেকেই প্রস্তুত ছিল বেডটি। ডাক্তারদের একটি দল এসে পরীক্ষা করে জানাবে তাকে এখানে ভর্তি করে রাখা হবে নাকি তাকে ছেড়ে দেওয়া হবে। কোন শারীরিক সমস্যার কারনেই কি তিনি ভর্তি হয়েছেন সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। নিজাম প্যালেসে,নিজাম প্যালেসে
নিজাম প্যালেসে নয়, সোজা এসএসকেএম হাসপাতালে উডবান বেডে পৌঁছলেন অনুব্রত।
MORE NEWS – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, সোদপুরের এক বেসরকারি হাসপাতালে।
নিশীথ দাস,উত্তর ২৪ পরগনা:- উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সোদপুরের এক বেসরকারি হাসপাতালে, অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই ছাত্রীর মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনা টিটাগর এর বাসিন্দা জুলি কুমারী বয়স ১৮ টিটাগর আর বিদ্যালয় এর উচ্মাধমিকের পরিক্ষার্থী। এপ্রিল মাসের ৩ তারিখ রবিবার আচমকা শ্বাসকষ্ট জনিত সমস্যার হওয়ায় তাকে সোদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার রক্তের প্রয়োজন হওয়ায় পরিবারের তরফ থেকে দু বোতল রক্ত হাসপাতালকে দেওয়া হয়, যদিও পরিবারের তরফ থেকে অভিযোগ সেই রক্ত রোগীকে দেয়া হয়নি। গত পরশু দিন অর্থাৎ সোমবার এই হাসপাতালে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় জুলি কুমারী।
এরপর আজ বুধবার সকালবেলায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে রোগীর পরিবারকে জানানো হয়, রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং দ্রুত তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার জন্য। খবর পাওয়া মাত্রই রোগীর পরিবার রোগীকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জানান তার এক ঘন্টা আগে মৃত্যু হয়েছে। CONTINUE READING
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আশাপুরে তৃনমূলের বিক্ষোভ মিছিল।
আগামী ২৮ ও ২৯ মার্চ ট্রেড ইউনিয়নগুলির ডাকা ভারত বনধের সমর্থনে শনিবার মিছিল করল কৃষক সভা ও CITU।