Tv20 Bangla:- মানুষ কি না করতে পারে এই প্রাণশক্তির উপর ভর করে। প্রাণশক্তির জোরেই হয়তো ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির সঙ্গে নিজেকে না ভাঙতে দিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করা যায়। শুধুমাত্র নিজের ইচ্ছাশক্তির ভরেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা জয় করেছেন মারণ রোগকে। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি যখন একদম স্বাভাবিক, জোর কদমে চালাচ্ছেন সিরিয়ালের শুটিং তাঁর শরীরে হঠাৎ করেই ধরা পড়ে মারণ রোগ। আসলে জীবনের এই রকম মোড়ে আসতে হবে এই প্রত্যাশা কেউ রাখেনা।দীর্ঘ রোগভোগ, কেমোথেরাপি, রেডিয়েশনের মত অসহনীয় যন্ত্রণাকে কাটিয়ে ঐন্দ্রিলা এখন সুস্থ। এই সুখবর জানিয়েছিলেন, তাঁর প্রিয় মানুষ সব্যসাচী চৌধুরী। পরিবারের প্রিয়জন থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই এই লড়াইয়ে ঐন্দ্রিলার পাশে ছিলেন। লড়াইটা এতটা সহজ মোটেই ছিলনা।
কিন্তু নিজের মনের জোর আর প্রিয়জনদের সবসময় পাশে থাকা তাঁকে এই মারণ ব্যাধি থেকে সারিয়ে তুলেছে। সুস্থ হওয়ার পর থেকেই জীবনের চেনা ছন্দে ফিরতে শুরু করেছেন অভিনেত্রী। আস্তে আস্তে করে নিজের ভালোলাগা গুলোকে ফের জীবন্ত করার চেষ্টায় সচেষ্ট হয়ে উঠেছেন। এবার তারই এক ঝলক আমাদের সামনে এসেছে।ঐন্দ্রিলা যেনো একেবারে নতুন জীবন ফিরে পাওয়ার উচ্ছাসে মাতাল হয়ে রয়েছেন। মুক্তির স্বাদে নিজেকে মেলে ধরেছেন, সবার সামনে, সেই পুরোনো ছন্দে।
নিজের ইচ্ছাশক্তির ভরেই অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা জয় করেছেন মারণ রোগকে।
MORE NEWS – হেরিটেজ শহর নবদ্বীপ ধামের রেল স্টেশনে সুন্দার্যায়ন ও আধুনিক ফুটওভার ব্রিজের কাজ চলছে দ্রুত গতিতে।
নদীয়া:- শ্রীচৈতন্য জন্মভূমি এই নবদ্বীপ ধাম। বর্তমানে যা হেরিটেজ সিটি র তকমা পেয়েছে,। ভারত বর্ষ তথা গোটা বিশ্বের থেকে আতগ সারাবছরই কম বেশি পর্যটক ও তীর্থ যাত্রীদের সমাগম লেগেই থাকে এই শহরের। আর এই শহরে যাতায়াতের অন্যতম ও প্রধান যোগাযোগের মাধ্যম রেল পরিসেবা। নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন হলো পূর্ব রেল জোনের ব্যান্ডেল কাটোয়া রেল শাখার একটি অন্যতম রেলওয়ে স্টেশন। নবদ্বীপ ধাম স্টেশন কে ইতিমধ্যেই মডেল স্টেশনে রূপান্তরিত করা হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে নবদ্বীপ ধাম রেল স্টেশনে আরেকটি নতুন আধুনিক ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ সহ অন্যান্য সুন্দার্যায়নের কাজ লছে দ্রুত গতিতে। জানা গিয়েছে, আগামী তিন মাসের মধ্যেই এই ফুটওভার ব্রিজের কাজ শেষ হবে। CONTINUE READING