নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : নিজের ওয়ার্ডে ঘুরে সকলকে বিজয় দশমীর শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী বাবলি গোস্বামী ।
আজ শুভ বিজয় দশমী সিঁদুর খেলায় মেতে উঠেছেন সকলেই ।ছোটরা বড়দেরকে মিষ্টিমুখ করিয়ে আশীর্বাদ নিচ্ছেন । পাচ দিন আনন্দের পর আজ কিছুটা হলেও সকলের চোখে মুখে বিষাদের ছোঁয়া ।
সোনামুখীর তৃণমূল নেত্রী তথা সোনামুখী পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাবলী গোস্বামী তার নিজের ওয়ার্ড ঘুরে সাধারণ মানুষদের বিজয় দশমীর শুভেচ্ছা বার্তা জানালেন এবং মিষ্টিমুখ করালেন । পাশাপাশি পথচলতি সাধারণ মানুষদেরকেও তিনি মিষ্টিমুখ করান । সকলেই বাবলি গোস্বামীর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন ।
বাবলি গোস্বামী জানান , সকলের বাড়ি বাড়ি গিয়ে বিজয় দশমীর শুভেচ্ছা জানালাম এবং আগামী দিনে সকলেই যাতে সুস্থ ও ভালো থাকে মায়ের কাছে সেই প্রার্থনা করলাম ।