সেখ ওলি মহম্মদ, বীরভূম :- আমরা হৈ হুল্লোড় করে নিজের বা পরিবার পরিজনদের জন্মদিন পালন করি। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরে এক অন্য চিত্র ধরা পড়ল। আজ দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়তু দাঁ তাঁর ৩৭ তম জন্মদিনে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের হাত ধরে মরণোত্তর চক্ষু দানের অঙ্গীকার করলেন। পেশায় তিনি বিউটিশিয়ান। তাঁর এই মহৎ উদ্যোগে খুশী তাঁর বাবা অলক দাঁ এবং মা কৃষ্ণা দাঁ। জয়তু দাঁ জানান, আমার অনেকদিনের ইচ্ছা ছিল কর্নিয়া দান করা। তাই আমি আমার জন্মদিনে আজকে অঙ্গীকার করলাম। মৃত্যুর পরে আমার কর্নিয়া অন্ধ মানুষদের চোখে আলো ফোটাতে পারে তাহলে নিজেকে গর্বিত মনে করব। পাশাপাশি বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের সদস্য সায়ন দাঁ জানান, এখন দিনের পর দিন এরকম চাহিদা বাড়ছে মানুষের মধ্যে। আমরাও বলব এরকম ভালো কাজে এগিয়ে আসার জন্য।
নিজের জন্মদিনে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার দুবরাজপুরে
ক্যারাটের টুর্নামেন্টে পুরস্কার গঙ্গারামপুরে তিন ছাত্রীর
More News – পুনশ্চ নৃত্য কলার উদ্যোগে বসন্ত উৎসব দুবরাজপুরে
সেখ ওলি মহম্মদ, বীরভূম :- বাংলা বছর শেষের আগে রঙের উৎসব বসন্ত উৎসব। এই উৎসব প্রতিটা বাঙালির জীবনে যে আলাদাই এক রঙিন ছোয়া নিয়ে আসে তা নিশ্চই বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ দুবছর করোনা অতিমারীর জন্য সমস্ত পার্বণ বন্ধ ছিল। কিন্তু এ বছর করোনার গ্রাফ নিম্নগামী হওয়ায় সমস্ত পার্বণ পালন করছেন সকলে। তাই আজ শনিবার বীরভূম জেলার দুবরাজপুরের পুনশ্চ নৃত্য কলার উদ্যোগে ডি এস এ ক্লাবের মুক্ত মঞ্চে বসন্ত উৎসব পালন করা হল। এদিন কচি কাঁচাদের নিয়ে নৃত্য ও রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর রুজ, বিশিষ্ট শিক্ষক সোমনাথ মুখার্জী সহ আরো অনেকে।
এদিন অনুষ্ঠান শেষে মহিলারা এবং পুনশ্চ নৃত্য কলার ছাত্রীরা আবীর খেলায় মেতে ওঠেন। এদিন পুনশ্চ নৃত্য কলার কর্ণধার রত্না কর্মকার জানান, গত দুবছর করোনা অতিমারীর জন্য আমরা দোল উৎসব ঠিকভাবে করতে পারি নাই। তাই এ বছর লক ডাউন উঠে যাওয়ায় আমরা খুব ভালোভাবে করতে পারছি। আমরা আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করছি।