নিজস্ব প্রতিনিধি মানিকচক :- বৃষ্টির জল ফেলাকে কেন্দ্র করে নিজের বাবা এবং কাকাকে ব্যাপক মারধরের অভিযোগ যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত সোনাপুর এলাকার।আহত অবস্থায় চিকিৎসাধীন মানিকচক গ্রামীণ হাসপাতালে।
পরিবার সূএে জানা গেছে,রবিবার সকাল নাগাদ অভিযুক্ত যুবক মিঠুন মন্ডলের সাথে তারই বাবা খগেন মন্ডলের বৃষ্টির জমা জল ফেলাকে কেন্দ্র করে বচসা শুরু হয়।সেই বচসা রূপ নেই সংঘর্ষের মিঠুন মন্ডল তারই বাবা খগেন মন্ডলকে ব্যাপক মারধর করে এমনকি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ।খবর পেয়ে,নিজের দাদা অর্থাৎ খগেন মন্ডলকে উদ্ধার করতে যান ভাই নগেন মন্ডল তাকেও বেধরকভাবে মারধর করে মিঠুন মন্ডল বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা দুইভাইকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন।বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে দুইজন।
পুরো ঘটনার বিবরণ নিয়ে নগেন মন্ডলের মেয়ে চপলা মন্ডল অভিযুক্ত যুবক মিঠুন মন্ডলের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।