Wednesday, January 22, 2025
- Advertisement -

নিজের বিয়ে আটকে “বীরাঙ্গনা” পুরস্কার নাবালিকার

- Advertisement -

প্রতিনিধি প্রবীর মাহাত, ঝাড়গ্রাম :- মেদিনীপুরের সংকল্প ফাউন্ডেশন মেদিনীপুর সদর ব্লকের বিষড়া গ্রামে রুমা সিং এর বাড়ী গিয়ে তার বীরত্ব কে সম্মাননা জানায়। ১৯২৯ সালে পরাধীন ভারতে আইনে বলা আছে বাল্য বিবাহ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তবুও আমদের দেশের প্রত্যন্ত গ্রামে এখনও এই বিয়ের মানুষ সচেতন নয়। জানে না কম বয়সে মেয়েদের বিয়ে দিলে কি সমস্যা হবে। চল রয়েছে। পশ্চিমবঙ্গ এর বহু নাবালিকা শিক্ষার আলোয় সচেতন না হয়ে কম বয়সে বিযে করেছে যা ” সমাজের বুকে এক অভিশপ্ত ঘটনা”। তাই সেই বিযে কে রুখে সাহসী প্রতিবাদ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের বিষড়া গ্রামের উপজাতি সম্প্রদায়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রুমা সিং। গোপনে পাত্রস্থ করে বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চেয়েছিলেন মেয়ের মা ও তার পরিবার।

পিতা বন্দি সিং তিন বছর আগে মারা গেছে। নুন আনতে পান্তা ফুরায় এমন পরিবারে তার মা কিভাবে তিন সন্তানের পড়াশোনার খরচ চালাবেন তাই মেয়ে রুমা সিং এর বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু রুমা সিং গোপনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিয়ে ভেঙে দেন। আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গ নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের পক্ষ থেকে বীরাঙ্গনা পুরস্কার দেন। তাই রুমা সিংকে সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগ “বীরাঙ্গনা নারী” সম্মাননা দেওয়া হয়। মোমেন্টো, উত্তরীয়, ফুল, মিষ্টি, ৫০ কেজি চাল তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিন্টু সাউ, সম্পাদিকা পারমিতা সাউ, ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা, প্রধান উপদেষ্টা গোপাল সাহা ও অরিত্র।

নিজের বিয়ে আটকে “বীরাঙ্গনা” পুরস্কার নাবালিকার

More News – উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ মাতা বোল্লা রক্ষা কালীর পুজো শুরু কাল থেকে

বল্লভ মুখোপাধ্যায় বলে কোনো জমিদারের নাম থেকে অঞ্চলটির নাম হয় বোল্লা। বোল্লা গ্রামে অবস্থিত রক্ষা কালী মাতা ‘বোল্লা রক্ষা কালী’ বা ‘বোল্লা কালী’ নামে ভক্ত মহলে সুপ্রসিদ্ধ। আর সে থেকেই বোল্লা কালী মাতার পুজো হয়ে আসছে ভক্তি ও শ্রদ্ধা সহ। আগামীকাল শুক্রবার এই জাগ্রত বোল্লা পুজো হবে যাকে ঘীরে এলাকা সহ জেলাবাসীদের মধ্যে খুশির আবহের সৃষ্টি হয়েছে। এই বোল্লা কালী পুজোর প্রধান প্রসাদ “কদমা ও বাতাসা”। বাতাসার মধ্যে বিভিন্ন প্রাণীর আকারের অবয়বে প্রসাদপ্রস্তুত করা হয়। পাশাপাশি মানতের বিভিন্ন আকারের ছোট-বড় বোল্লা কালীর পুজো দেওয়া হয়। Continue Reading

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments