নিম্নচাপের জেরে গত দুদিনের টানা বৃষ্টিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকার ধান চাষীরা। শনি ও রবিবার বাঁকুড়া জেলা জুড়ে বৃষ্টি হয় যার কারণে ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অত্যাধিক বৃষ্টির কারণে ধান মাটিতে শুয়ে পড়েছে আবার অনেক চাষি ধান কাটলেও সেই ধান ঘরে তুলতে পারেন নি ফলে জমির ধান জমিতে রয়ে গেছে। এখন সেই ধান চাষীরা ঘরে তুলতে পারবেন না বলে জানান। ফলে ধান চাষীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। পাশাপাশি অনেক চাষি রয়েছেন যারা ঋণ নিয়ে ধান চাষ করেছেন ধান বিক্রি করে ঋণ শোধ করবেন ভেবেছিলেন কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে ধানের যা ক্ষতি হলো তাতে আগামী দিনে সেই ঋণ কিভাবে শোধ করবেন তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের। তবে শুধুমাত্র ধান চাষীরা নয় আলু চাষী সবজি চাষীরা নিম্নচাপের বৃষ্টির ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ।
শেখ মোহাম্মদ আলী গঙ্গারাম পাত্র নামের ক্ষতিগ্রস্থ ধান চাষীরা জানান, নিম্নচাপের বৃষ্টির কারণে ধানের যা পরিস্থিতি তাতে এই ধান কেটে ঘরে তোলা সম্ভব নয়। আগামী দিনে সরকারের সহযোগিতা না পেলে সংসার চালানো দুষ্কর হয়ে পড়বে।বারবার প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে কৃষকদেরকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এখন একমাত্র ভরসা সরকারি সহযোগিতা। তবে সরকার সহযোগিতা করবে কিনা সেই আশাতেই দিন গুনছেন ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা ।
নিম্নচাপের জেরে দুদিনের টানা বৃষ্টিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ধান চাষীরা ।
More News – তৃণমূলে যোগ দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শোরগোল জেলা রাজনৈতিক মহলে, জল্পনা তুঙ্গে।
তবে গেরুয়া শিবিরের কোন সাংসদ এখনও তৃণমূলে যান নি। যদিও বিভিন্ন সময় জল্পনা অনেক কে নিয়ে চলছে । তবে কি সাংসদদের মধ্যে প্রথম খগেন মুর্মু যোগ দিচ্ছেন শাসকদলে? কিন্তু যাকে নিয়ে এত জল্পনা তিনি সমস্ত জল্পনাকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। সাংসদ খগেন মুর্মুর দাবি, রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার সময় ২০১১ সাল থেকেই আমাকে নিয়ে এই ধরনের কথা চলছে।তৃণমূল বিরোধীশূন্য করতে চায় রাজ্যকে। সাংসদ খগেন মুর্ম বিজেপিতে ছিলেন আছেন এবং থাকবেন, বিজেপিকে বিভ্রান্ত করার জন্য তৃণমূলের এহেন অপপ্রচার। Continue Reading