Tuesday, March 25, 2025
- Advertisement -

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি বাস, আহত কমপক্ষে ৩০ জন যাত্রী।

- Advertisement -

মালদাঃ- নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি বাস। আহত কমপক্ষে ৩০ জন যাত্রী। ঘটনাটি ঘটে কালিয়াচক থানার সুলতানগঞ্জ জাতীয় সড়কের ধারে। বাসযাত্রী অবশ্য জানিয়েছেন ওভারলোডিং থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস টি পাল্টি খেয়ে যায়। বিষয়টি তদন্ত করে ইতিমধ্যে দেখছেন কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ভোররাত্রে ঘটনাটি ঘটে কালিয়াচক থানার সুলতান নগর এলাকায়। আহত বাসযাত্রী রা তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়রা নিয়ে আসলে এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা করে অনেকেই ছেড়ে দেওয়া হয় তবে সজন বাসযাত্রী আশঙ্কাজনক অবস্থায় তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন সুজিত আক্তার নূরী খাতুন শাহনাজ পারভীন সুমন বিশ্বাস এদের চারজনের নাম জানা গেল দুজনের নাম এখনো জানা যায়নি। এদের মধ্যে সুমন বিশ্বাসের বাড়ি কোচবিহার জেলা এলাকায় সে বেসরকারি কোম্পানিতে কর্মরত গতকাল রাতে শিলিগুড়ি থেকে সেই বেসরকারি বাসে উঠে কলকাতা যাচ্ছিল অন্যদিকে।

সুজিত আক্তার, নূরী খাতুন ,শাহনাজ পারভীন, তাদের বাড়ি হাওড়া জেলায়। এরা সবাই দার্জিলিং বেড়াতে গেছিল। ট্রেনের টিকিট না থাকায় তারা শিলিগুড়ি থেকে এই বেসরকারি বাসে কলকাতায় ফিরছিলেন। আহত সুমন বিশ্বাসের অভিযোগ গাড়ির সিট পুরো ভর্তি ছিল এরপরেও বাস মালিক চালকরা গাড়ির ছাদের উপরে পিয়াজের বস্তা রেখেছিল। গাড়িটি শিলিগুড়ি থেকে ছাড়ার কিছু দূর গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটো কে ধাক্কা মারে সে সময় তারা বলেছিল চালককে গাড়ি আস্তে চালাতে জন্য। চালক সেটি শুনেনি ওভারলোডিং এর বিষয়টি নিয়েও চালককে বলা হয়েছিল। গাড়ি ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ছুটছিল। তারপর ভোররাতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পাল্টি খেয়ে যায়। ইতিমধ্যেই যাত্রীদের উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই বিষয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানা পুলিশ।

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি বাস, আহত কমপক্ষে ৩০ জন যাত্রী।

MORE NEWS – মাতৃদিবসে ক্যালিফোর্নিয়ার বাড়িতে নরম রোদে মেয়েকে তুলে ধরলেন অভিনেত্রী।

Tv20 Bangla:- মাতৃদিবসে ক্যালিফোর্নিয়ার বাড়িতে নরম রোদে মেয়েকে তুলে ধরলেন অভিনেত্রী। তাঁর বুকের ওপর গোলাপি জামা, রিবন বাঁধা ছোট্ট মালতি ম্যারি। যেন হৃদয় থেকে হৃদয়ে সেতু বাঁধছেন মা-মেয়ে। প্রিয়ঙ্কার মুখে স্বর্গীয় স্বস্তি। সে দিকে নিবিষ্ট ভাবে তাকিয়ে আছেন বাবা নিকও। এতদিনে তাঁদের পরিবার যেন সম্পূর্ণ হল। মাতৃদিবসে একরত্তি মেয়েকে ঘরে আনলেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments