নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : পৌর ভোটের প্রাক্ মুহূর্তে শাসক দলকে অস্বস্তিতে ফেলে নির্দিষ্ট সময়ে বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন সোনামুখী পৌরসভার অস্থায়ী কর্মীরা। শনিবার সকাল থেকে পৌরসভার দপ্তরের সামনে কর্মরত প্রায় ২০০ জন অস্থায়ী কর্মচারী অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ কারীদের দাবি, এই পৌরসভায় কর্মরত অস্থায়ী কর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। এমন কি চলতি মাসেও এখনো তারা বেতন পাননি। অস্থায়ী কর্মীদের পাশাপাশি চরম সমস্যায় পেনশান ভোগীরাও। এ ছাড়াও চলতি মাসে ‘পৌর সভার নিজস্ব তহবিল ফাঁকা’ এই অজুহাতে স্থায়ী কর্মীরাও বেতন পাননি বলে আন্দোলনকারীরা দাবি করেন।
যারা নিয়মিত পৌর পরিষেবা দিচ্ছেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। অভিযোগ বি জে পির। দলের নেতা তাপস মিত্রের দাবি, সরকার মেলা, খেলাতে দেদার টাকা খরচ করছে। অথচ নিয়মিত পরিষেবা দিয়েও এই মানুষ গুলি বেতন পাচ্ছেন না। বি জে পি এই পৌরসভায় ক্ষমতায় এলে এই অব্যবস্থার অবসান হবে বলে তিনি দাবি করেন। সোনামুখী পৌরসভার সদ্য প্রাক্তন পৌর প্রশাসক তপন জ্যোতি চট্টোপাধ্যায় বলেন, আমি এখন দায়িত্বে নেই। নতুন যিনি দায়িত্ব নিয়েছেন তাঁর কাগজ পত্র তৈরী হতে দেরী হচ্ছে। তবে পৌরসভার ‘নিজস্ব তহবিলে’র অবস্থা খারাপ। এই সমস্যা দ্রুত মিটে যাবে বলে তিনি আশাবাদী বলে জানান।
নির্দিষ্ট সময়ে বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন সোনামুখী পৌরসভার অস্থায়ী কর্মীরা
More News- সোনামুখীতে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ সাংসদ ও বিধায়কের
নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সোনামুখীতে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ সাংসদ ও বিধায়কের । সোনামুখী পৌরসভায় আগামী 27 শে ফেব্রুয়ারি পৌরনির্বাচন রয়েছে । তার আগে শুক্রবার সোনামুখী বিধায়ক অফিসে পৌরসভার 15 টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুজনেই তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন । সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , সোনামুখীতে সিপিআইএম ও তৃণমূল ভাই ভাই এবারের পৌরসভা নির্বাচনে আমরা তাই দেখতে পেলাম । বিশেষ করে অনুন্নয়ন এবং কলকাতার তৃণমূল কংগ্রেস লিডাররা যেভাবে এখানে বালির টাকা তুলে নিয়ে গেছে এবং যেভাবে এখানকার কাউন্সিলররা কাটমানি নিয়েছে তার বিরুদ্ধে আমাদের লড়াই । Continue Reading