নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান পুলিশের, বাজেয়াপ্ত প্রায় ৫৭ কেজি নিষিদ্ধ শব্দবাজি, গ্রেপ্তার ২
মাধব দেবনাথ,নদিয়া
অবৈধ শব্দবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করল নদীয়ার রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর গতকাল রাতে নদীয়ার কল্যানী থানা এবং রানাঘাট থানা গাংনাপুর থানা এলাকায় বিশেষ অভিযান চলে। সেখানেই কল্যাণী থানার চর কাঁচরাপাড়া এলাকা থেকে আনুমানিক চল্লিশ কেজি অবৈধ শব্দবাজি সহ ভবেশ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। অপরদিকে রানাঘাট থানার প্রীতি নগর ১ নম্বর রোড এলাকার তারক দাস নামে এক ব্যক্তির দোকান থেকে আনুমানিক সাড়ে সাত কেজি অবৈধ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ।
শুধু তাই নয়, নদীয়ার গাংনাপুর থানা এলাকায় ও বিশেষ অভিযান চালানো হয় অবৈধ শব্দবাজির বিরুদ্ধে। গাংনাপুর থানার অনন্তপুর প্রাইমারি স্কুল এলাকা থেকে ৭ কেজি অবৈধ শব্দবাজি সহ প্রকাশ কুন্ড নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে গাংনাপুর থানার পুলিশ। ধৃতদের আইনানুগ মামলা রুজু করে মঙ্গলবার আদালতে পাঠায় পুলিশ। তবে অবৈধ শব্দবাজির বিরুদ্ধে এই অভিযান আরো চলবে বলেও জানিয়েছে রানাঘাট পুলিশ জেলার উচ্চতর পুলিশ আধিকারিকরা।
উল্লেখ্য নদীয়ার কল্যানীর একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন, এরপর কল্যাণী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। ঠিক একই ভাবে গতকাল রাতেও তিনটি থানার পৃথক এলাকায় একিই অভিযান চালানো হয় পুলিশের তরফে।